
পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের আউলিয়াপুর গ্রামে তালাবদ্ধ বসত ঘর থেকে মো. আলমগীর তালুকদার (৫০) নামের এক ব্যাক্তির পচন ধরা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। শনিবার (১২ এপ্রিল) সকালে ১০ টায় লাশ উদ্ধার করা হয়।
আলমগীর ওই গ্রামের মৃত মো: কাসেম সিকদারের মেয়ে জামাই। তার এক পুত্র ও এক কন্যা ও স্ত্রী সবাই কাজের ক্ষেত্রে ঢাকায় থাকে। পারিবারিক সূত্রে জানা যায়, ৫ দিন আগ থেকেই তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, আলমগীরের বাড়ি ঠ্যাংগাই কেশবপুর এলাকায়। সে শশুরের দেয়া জমিতে ঘর তুলে একাই থাকতো। পরিবারের বাকি লোকরা ঢাকায় কাজ করতো। বাড়ির পাশাপাশি আর ঘর না থাকায় কেউ বিষয়টি বুঝতেও পারেনি।
নিহত আলমগীরের পুত্র রিয়াজ তালুকদার জানান, তার বাবার কোন শত্রু ছিল না। আমরা সবাই ঢাকায় থাকি। আত্মীয়র বিয়েতে আমরা সপ্তাহ খানেক আগে আউলিয়া পুরে আসি। গত ৫ দিন ধরে তার ফোন বন্ধ পাচ্ছিলাম।
পটুয়াখালী সদর থানা পুলিশের এসআই মোবাইদুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খরব পেয়ে সকাল ১০ টায় তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের ধারনা এটি পরিকল্পিত হত্যাকান্ড। এ ঘটনায় এখনও কোন মামলা হয় নি।
মুমু