ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

পাগলা মসজিদের দানবাক্স থেকে

পাগলা চাচা, শেখ হাসিনা কোথায়?

প্রকাশিত: ১৩:৫৩, ১২ এপ্রিল ২০২৫; আপডেট: ১৩:৫৬, ১২ এপ্রিল ২০২৫

পাগলা চাচা, শেখ হাসিনা কোথায়?

ছবি: সংগৃহীত।

পাগলা মসজিদের দানবাক্স খোলে দেশি-বিদেশি মুদ্রা এবং স্বর্ণ-রৌপ্যলঙ্কারের সঙ্গে অসংখ্য চিরকুট মিলেছে। সেই চিরকুটের একটিতে লেখা ‘পাগলা চাচা শেখ হাসিনা কোথায়’।

চিরকুট পাওয়ার ঘটনা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বেনামি ওই চিরকুটে শুধু লেখা রয়েছে ‘পাগলা চাচা শেখ হাসিনা কোথায়’।

শনিবার সকাল ৭টায় পাগলা মসজিদে ১১টি দানবাক্স খোলা হয়। এসময় সেনাবাহিনী, পুলিশ, এপিবিএন ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক কর্মকর্তা ও সদস্য উপস্থিত ছিলেন।

এবার ১১টি দানবাক্স খোলে ২৮ বস্তা টাকা পাওয়া যায়। মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের অর্ধ শতাধিক কর্মকর্তা -কর্মচারীসহ প্রায় চার শতাধিক লোক টাকা গণনার কাজে অংশ নিয়েছেন।

সায়মা ইসলাম

×