ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

রাজবাড়ীতে এক ইলিশ ৮৩০০ টাকায় বিক্রি!

শফিকুল ইসলাম শামীম, নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী

প্রকাশিত: ১৩:৪০, ১২ এপ্রিল ২০২৫

রাজবাড়ীতে এক ইলিশ ৮৩০০ টাকায় বিক্রি!

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলেদের জালে উঠেছে বড় সাইজের একটি ইলিশ মাছ। শনিবার (১২ এপ্রিল ২০২৫) সকালে দৌলতদিয়া মাছ বাজারে নিয়ে আসেন স্থানীয় জেলে হালিম সরদার। মাছটির ওজন ১ কেজি ৮০০ গ্রাম, আর নিলামে সেটি বিক্রি হয় ৮ হাজার ৩ শত টাকায়।

এই দামে মাছটি কেনেন স্থানীয় মাছ ব্যবসায়ী শাজাহান। তিনি জানান, “পদ্মার ইলিশের কদর সবসময়ই বেশি, কিন্তু পহেলা বৈশাখ উপলক্ষে এবার চাহিদা কয়েকগুণ বেড়েছে। তাই দামও স্বাভাবিকভাবেই বেশি।”

শাজাহান আরও বলেন, “মাছটি অনলাইনে বিক্রি করবো। এতে আমি কিছুটা লাভও করতে পারব।”

পহেলা বৈশাখকে সামনে রেখে রাজবাড়ীসহ বিভিন্ন অঞ্চলের বাজারে এখন ইলিশের চাহিদা তুঙ্গে। ফলে বড় আকৃতির ইলিশের দাম ছুঁয়েছে রেকর্ড।

মায়মুনা

×