ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

কোটালীপাড়ায় অজ্ঞাত লাশ উদ্ধার 

নিজস্ব সংবাদদাতা,কোটালীপাড়া,গোপালগঞ্জ :

প্রকাশিত: ১৩:৩১, ১২ এপ্রিল ২০২৫

কোটালীপাড়ায় অজ্ঞাত লাশ উদ্ধার 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় রাস্তার নিচের ঝোপঝাড় থেকে অজ্ঞাত বৃদ্ধের (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।আজ শনিবার (১২ এপ্রিল) উপজেলার কান্দি ইউনিয়নের তরুর বাজার এলাকার  একটি রাস্তার নিচের ঝোপঝাড় থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

কান্দি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, আজ শনিবার সকালে রাস্তার নিচে ঝোপঝাড়ে অজ্ঞাত বৃদ্ধের লাশ দেখে এলাকাবাসী আমাকে জানায়। আমি জানার সাথে সাথে পুলিশকে খবর দেই।পুলিশ এসে লাশটি থানায় নিয়ে যায়। 


কোটালীপাড়া থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে কান্দি ইউনিয়নের তরুর বাজার এলাকার রাস্তার নিচে ঝোপঝাড় থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।  অজ্ঞাত বৃদ্ধের লাশটি পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। ময়নাতদন্তের  রিপোর্ট হাতে পাওয়ার পর অজ্ঞাত বৃদ্ধের মৃত্যুর কারণ জানা যাবে।

আফরোজা

×