ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

আমরা এখন আরও বেশি ডিটারমাইন্ড এবং আরো বেশি সংখ্যায় অংশ নিবো, কেন বললেন ফারুকী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:২৩, ১২ এপ্রিল ২০২৫; আপডেট: ১২:৩৮, ১২ এপ্রিল ২০২৫

আমরা এখন আরও বেশি ডিটারমাইন্ড এবং আরো বেশি সংখ্যায় অংশ নিবো, কেন বললেন ফারুকী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা 'ফ্যাসিবাদের মুখাকৃতি' ও 'শান্তির পায়রা' মোটিফে আগুন লাগানো হয়েছে। এ ঘটনাটির সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এছাড়া ঘটনাটির প্রতিবাদস্বরূপ আরও বেশি সংখ্যায় আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। 

শনিবার (১২ এপ্রিল) উপদেষ্টা তার সামাজিক মাধ্যমে করা একটি পোস্টে এসব কথা বলেন। 

তিনি আরও বলেছেন, ‘কালকে রাতের ঘটনার পর হাসিনার দোসররা জানিয়ে দিয়ে গেলো বাংলাদেশের মানুষ এক হয়ে উৎসব করুক তারা এটা চায় না। আমরা এখন আরও বেশি ডিটারমাইনড, এবং আরো বোশি সংখ্যায় অংশ নিবো। গত কিছুদিন জুলাই আন্দোলনের পক্ষের অনেকেই বলেছিলেন, এবারের শোভাযাত্রা সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক ও ভিন্ন রকমের হচ্ছে। এখানে ফ্যাসিবাদের ঐ বিকট মুখ না রাখাই ভালো। আমরাও সব রকম মত নিয়েই ভাবছিলাম, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মত জানার চেষ্টা করছিলাম। কিন্তু কালকের ঘটনার পর এই দানবের উপস্থিতি আরো অবশ্যাম্ভাবী হয়ে উঠলো।’

মুমু

×