ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

গাজাবাসীর পক্ষে ’মার্চ ফর গাজা’য় অংশ নিন, নির্যাতিত ভাইবোনদের কষ্টে কণ্ঠস্বর হোন :মিজানুর রহমান আজহারী

প্রকাশিত: ১১:৫৮, ১২ এপ্রিল ২০২৫; আপডেট: ১২:০০, ১২ এপ্রিল ২০২৫

গাজাবাসীর পক্ষে ’মার্চ ফর গাজা’য় অংশ নিন, নির্যাতিত ভাইবোনদের কষ্টে কণ্ঠস্বর হোন :মিজানুর রহমান আজহারী

ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশ করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। তিনি তার ফেসবুক টাইমলাইনে লিখেছেন, "মজলুম গাজাবাসীর প্রতি সংহতি জানাতে, এই মুহূর্তে আছি 'মার্চ ফর গাজা'র পথে। মানবতার এ মিছিলে আপনিও আসুন প্রিয়জনদের সাথে নিয়ে।"

তিনি উল্লেখ করেছেন কিভাবে ইসরাইলি বাহিনীর নির্মম আক্রমণে গাজার নিরীহ নারী-পুরুষ-শিশুরা দিনের পর দিন মৃত্যুর মুখোমুখি হচ্ছে। হাসপাতাল, স্কুল ও মসজিদগুলো ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, যেখানে প্রায় ১০ লক্ষের বেশি মানুষ বাস্তুচ্যুত জীবনযাপন করছে।

এই সংকট মোকাবেলায় ড. আজহারী তিনটি প্রধান করণীয়ের উপর জোর দিয়েছেন। প্রথমত, নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা না নিয়ে সক্রিয় সংহতি প্রকাশ করা। দ্বিতীয়ত, ইসরাইলি পণ্য ও তাদের সমর্থনকারী ব্র্যান্ডগুলো বর্জন করা। তৃতীয়ত, সামাজিক মাধ্যমে গাজাবাসীর প্রকৃত কাহিনী প্রচার করা এবং বিশেষ দোয়ার আয়োজন করা।

তিনি একটি হাদিস উদ্ধৃত করে লিখেছেন, "যে জাতি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে না, আল্লাহ তাদের উপরেও বিপদ নাযিল করেন।" এই বাণীকে সামনে রেখে তিনি সকল মুসলিম উম্মাহকে গাজাবাসীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

মিছিলের সংগঠকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কর্মসূচি আজ বিকাল ৪টায় শাহবাগ থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত চলবে। ড. আজহারী তার পোস্টের শেষে লিখেছেন, "একটি শক্তিশালী উম্মাহ হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে নির্যাতিত ভাইবোনদের কষ্টে কণ্ঠস্বর হোন।" 

আঁখি

×