ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

৫ই আগস্টের পর দেশের জন্য যে সুযোগ এসেছে, এটা আগামী ১০০ বছরেও আসবে না: আসিফ এনতাজ রবি

প্রকাশিত: ১১:২৮, ১২ এপ্রিল ২০২৫; আপডেট: ১১:৩৬, ১২ এপ্রিল ২০২৫

৫ই আগস্টের পর দেশের জন্য যে সুযোগ এসেছে, এটা আগামী ১০০ বছরেও আসবে না: আসিফ এনতাজ রবি

ছবি : সংগৃহীত

চারুকলায় ফ্যাসিবাদের প্রতিকৃতিতে আগুনে আশীফ এন্তাজ রবি তার ফেসবুক টাইমলাইন এ লিখেন- কোনো ঘটনায় তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানানো বুদ্ধিমানের কাজ নয়। এটি যেমন সুবিবেচনাপূর্ণ আচরণ নয়, তেমনি পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। এই বিবেচনা থেকে চারুকলার সাম্প্রতিক ঘটনায় আমি কোনো তাৎক্ষণিক মন্তব্য করতে চাইছি না। বরং আরও তথ্য সংগ্রহ করে, ঘটনাটি গভীরভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবো। তারপরই আমার অবস্থান জানাবো।

 

 

তবে আমি জানি, দেশের বেশিরভাগ মানুষ এ বিষয়ে নীরব থাকবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যম খুব দ্রুতই এই ঘটনাকে কেন্দ্র করে নানা রকম মতামত, প্রতিক্রিয়া আর উত্তেজনায় ভরে উঠবে। এই পরিস্থিতিতে আমি সকলের প্রতি, বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মের কাছে আমার একটিই আবেদন - শান্ত থাকুন। অনুগ্রহ করে শান্ত থাকুন। কারণ বর্তমান পরিস্থিতিতে শান্তি ও সংযমই সবচেয়ে বড় শক্তি।

এটা এখন স্পষ্ট হয়ে গেছে যে দেশে একটি নির্দিষ্ট গোষ্ঠী বা গোষ্ঠীগুলো ইচ্ছাকৃতভাবে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তারা বিভিন্নভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে, উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে। আমাদের সতর্ক থাকতে হবে যেন আমরা তাদের এই ফাঁদে পা না দেই। কোনো রকম উত্তেজনায় সাড়া দিলে তা আমাদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।

 

 

আমরা সবাই জানি, গত ৫ই আগস্টের পর বাংলাদেশের জন্য যে ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে, তা হয়তো আগামী একশ বছরেও আর আসবে না। এই সুযোগ যদি আমরা উত্তেজনা বা আবেগের বশবর্তী হয়ে হারাই, তাহলে তা হবে ঠিক যেমন কেউ রাগের মাথায় নিজের ঘরেই আগুন লাগিয়ে দেয়। আমরা যেন এমন ভুল না করি।

 

এই সংকটময় মুহূর্তে আমি সবাইকে বিশেষভাবে সতর্ক থাকার অনুরোধ জানাই। কোনো প্ররোচনায় সাড়া দেবেন না। আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করবেন না। একইসাথে আমি সরকারের কাছে অনুরোধ করবো এই ঘটনার দ্রুততম তদন্ত করে দায়ীদের চিহ্নিত করুন। জনগণকে আশ্বস্ত করুন যে এই ঘটনার দ্রুত বিচার হবে।

 

সবশেষে আমি আবারও সাধারণ মানুষ, বিশেষ করে আমাদের তরুণ সমাজের কাছে আবেদন করবো - শান্ত থাকুন। কোনো উত্তেজনায় সাড়া দেবেন না। মনে রাখবেন, এই মুহূর্তে আমাদের সংযম ও বিচক্ষণতাই পারে দেশকে স্থিতিশীল রাখতে। আমাদের ঐক্যবদ্ধ থাকাটাই এই সকল ষড়যন্ত্র মোকাবেলার সবচেয়ে বড় হাতিয়ার।

আঁখি

×