ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

বাংলামোটরে বিশাল জমায়েত, সেনা মোতায়েন

প্রকাশিত: ১০:৪২, ১২ এপ্রিল ২০২৫; আপডেট: ১০:৪৩, ১২ এপ্রিল ২০২৫

বাংলামোটরে বিশাল জমায়েত, সেনা মোতায়েন

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনে চলমান ইসরাইলি গণহত্যার প্রতিবাদে আজ শনিবার (১২ এপ্রিল) আয়োজন করা হয়েছে ‘মার্চ ফর গাজা’।

 

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে এ কর্মসূচি আয়োজন করেছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’। কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য পাঁচটি রুট নির্ধারণ করা হয়েছে। দুপুর ২টায় বাংলামোটর, কাকরাইল মোড়, জিরো পয়েন্ট, বকশীবাজার ও নীলক্ষেত মোড় থেকে সমাবেশ অভিমুখে পদযাত্রা শুরু হবে।
বর্তমানে বাংলামোটরে বিশাল জমায়েত, সেনা মোতায়েন করা হয়েছে। 

 


 অংশগ্রহণকারীরা পরবর্তীতে নিজ নিজ পয়েন্ট থেকে নির্ধারিত রুটে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করবেন।

আঁখি

×