ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

কলকাতার কোন লাক্সারি ফ্ল্যাটে অবস্থান করছেন ওবায়দুল কাদের! রহস্য উদঘাটন

প্রকাশিত: ১০:২৫, ১২ এপ্রিল ২০২৫; আপডেট: ১০:২৬, ১২ এপ্রিল ২০২৫

কলকাতার কোন লাক্সারি ফ্ল্যাটে অবস্থান করছেন ওবায়দুল কাদের! রহস্য উদঘাটন

ছবি : সংগৃহীত

ওবায়দুল কাদের যিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তার কলকাতার অভিজাত এলাকা রাজারহাট নিউটাউনে অবস্থানের খবর প্রকাশ পেয়েছে, যা রাজনৈতিক মহলে নতুন আলোচনার সূত্রপাত করেছে। তিনি ডিএলএফ নিউটাউন হাইটস প্লাজা নামের একটি হাইরাইজ কমপ্লেক্সে স্ত্রীসহ অবস্থান করছেন বলে জানা গেছে। এই তথ্য প্রথম ফেসবুকে গাজী নাসির উদ্দীন আহমেদ নামে এক ব্যক্তি প্রকাশ করেন, যিনি দাবি করেন তার এক বন্ধু কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ওবায়দুল কাদেরকে দেখেছেন।

 

 

 

ওবায়দুল কাদেরের কলকাতায় অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ফেসবুক পোস্ট অনুযায়ী, তিনি হাসপাতালে চিকিৎসকের কাছে গিয়েছিলেন এবং তাকে চিনে ফেলা হলে দ্রুত মাস্ক পরে চলে যান। পোস্টে আরও উল্লেখ করা হয় যে তিনি সুস্থ রয়েছেন এবং ভালোভাবে জীবনযাপন করছেন। তবে আওয়ামী লীগের কিছু নেতা নাম প্রকাশ না করে জানিয়েছেন যে কাদের সাধারণত বাসা থেকে বের হন না এবং শুধুমাত্র চিকিৎসার প্রয়োজনে হাসপাতালে যান। তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে দেখা-সাক্ষাৎ এড়িয়ে চলেন এবং কেবল নিজাম হাজারী ও তানভীর হাসান (ছোট মনির) এর মতো কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তির সঙ্গেই সময় কাটান।

 

 

ওবায়দুল কাদেরের কলকাতায় যাওয়ার পেছনের কাহিনীও চাঞ্চল্যকর। জানা গেছে, তিনি গত বছর আগস্টের পর বাংলাদেশেই লুকিয়ে ছিলেন এবং পরে মেঘালয়ের শিলংয়ে চলে যান। সেখানে তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ আরও কিছু নেতার সঙ্গে সময় কাটান। এরপর তিনি স্থলপথে আসাম হয়ে কলকাতায় পৌঁছান। কলকাতায় বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা জানিয়েছেন যে ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশি রাজনীতিবিদদের ব্যাপারে সচেতন, তবে তারা কোনো অপরাধে জড়িত না থাকলে সাধারণত হস্তক্ষেপ করেন না।

 

আঁখি

×