
ছবিঃ ছাত্রলীগের যুক্তরাষ্ট্র শাখার নেতা স্বপ্নীল খানের ফেসবুক ওয়াল থেকে
সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ হওয়া ছাত্রলীগের নেতাদের সাথে কুশল বিনিময় করে ফের বিতর্কের জন্ম দিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। আওয়ায়মী লীগ সরকারের পতনের পর থেকে স্বেচ্ছা নির্বাসনে থাকা সাকিব এখন যুক্তরাষ্ট্রে ঘাঁটি গেড়েছেন। সেখানেই নিষিদ্ধ ছাত্রলীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীদের সাথে আড্ডা দিতে দেখা গেছে সাকিব আল হাসানকে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাংলাদেশ সময় ৮টার কিছু সময় পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেন যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নেতা স্বপ্নীল খান। সেখানে ছাত্রলীগ নেতাদের সঙ্গে একসাথে বসে খাওয়া দাওয়া হাস্যজ্জ্বল রূপে সময় কাটাতে দেখা যায় সাকিব আল হাসানকে।
ছবিগুলো প্রথমে ফেসবুকে পোস্ট করেন যুক্তরাষ্ট্র প্রবাসী ছাত্রলীগ নেতা স্বপ্নীল খান। তিনি ক্যাপশনে লেখেন, ‘আজ যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাথে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব ভাই’। এর পরে ছবিগুলো দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবং শুরু হয় নানা ধরণের নেতিবাচক মন্তব্য।
ছাত্রলীগের স্বপ্নীলকে অনেক সময় অনলাইনে বিভিন্ন টক-শোতে অংশগ্রহণ করতে দেখা যায়। পাশাপাশি যুক্তরাষ্ট্রে ছাত্রলীগের ব্যানারে মানববন্ধন করতেও দেখা গেছে তাকে। এছাড়াও তার আইডি থেকে বিএনপি ও জামায়াতকে নিয়ে নানা ধরণের গুজব ও ভুয়া ভিডিও প্রচার করতে দেখা যায়। সাকিবের মত একজন আন্তর্জাতিক তারকাকে নিয়ে লাগাতার বিতর্কে অনেকেই হতাশা প্রকাশ করেছেন। এমনকি তার লজ্জা শরম নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
মুমু