
ছবি : সংগৃহীত
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সম্প্রতি মন্ত্রণালয়ের স্বচ্ছতা ও সাংবাদিকদের সাথে সহযোগিতার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন।
উপদেষ্টা জোর দিয়ে বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো গোপন করার মতো বিষয় নেই। তিনি উল্লেখ করেন যে, তাঁর বা সচিবের কোনো আত্মীয়-স্বজন রেলের টেন্ডারে জড়িত নন, এমনকি প্রধান উপদেষ্টার স্তরেও এমন কোনো অনিয়মের ঘটনা ঘটেনি,চুল যে পাকছে এমনে এমনে পাকে নাই এগুলো দেখে দেখে পাকছে । তাঁর ভাষায়, "আমাদের লুকানোর কিছু নেই... সত্যিকার অর্থে আমরা স্বচ্ছভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ"।
সাংবাদিকদের তথ্য সংগ্রহের সুবিধার্থে রেলের পূর্বাঞ্চলের জিএমকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে সংবাদমাধ্যমকে "আনফেটারড এক্সেস" (নিরপেক্ষ তথ্য প্রবেশাধিকার) দেওয়া হয়। উপদেষ্টা নিশ্চিত করেন যে, প্রকৃত সাংবাদিকরা যেন কোনো অসুবিধার সম্মুখীন না হন, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।
তিনি সাংবাদিকদের উদ্দেশে স্পষ্ট জানান, "আপনারা যদি ন্যায্য ও সত্যিকারের সাংবাদিকতা করেন, তবে আমাদের পূর্ণ সহযোগিতা পাবেন। কিন্তু কেউ যদি ব্ল্যাকমেইলিং বা টেন্ডার-সম্পর্কিত স্বার্থে সংবাদ পরিবেশন করেন, তা আমরা সহজেই শনাক্ত করতে পারব।" তাঁর মতে, মন্ত্রণালয়ের অভিজ্ঞতা এতটাই প্রখর যে কোনো অনৈতিক চেষ্টা ধরা পড়বেই।
কোনো সাংবাদিক যদি রেল বা সংশ্লিষ্ট বিভাগ থেকে প্রয়োজনীয় সহযোগিতা না পান, তাহলে তা পর্যায়ক্রমে মহাপরিচালক, সচিব বা সরাসরি উপদেষ্টার কাছে জানানোর সুযোগ রয়েছে। উপদেষ্টা নিশ্চয়তা দিয়েছেন যে তথ্য গোপন করা হবে না এবং সাংবাদিকদের যথাযথ সুবিধা প্রদান করা হবে।
উপদেষ্টা পূর্ববর্তী সরকারের সময়ে প্রকল্প বাস্তবায়নে অতিরিক্ত ব্যয় ও স্বচ্ছতার অভাবের সমালোচনা করেন । তিনি বর্তমান সরকারের অধীনে টেন্ডার প্রক্রিয়ায় প্রতিযোগিতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথা পুনর্ব্যক্ত করেন।
সূত্র:https://youtu.be/kbiSt0zymAE?si=JooxGtLsDcWAcj11
আঁখি