ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সন্তানদের গৃহ শিক্ষকের সাথে স্ত্রীর পরকীয়া, তালাক দিয়ে প্রবাসী স্বামীর ২০ কেজি দুধ দিয়ে গোসল

অভিজিৎ রায়, নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

প্রকাশিত: ২৩:৩৭, ১১ এপ্রিল ২০২৫; আপডেট: ২৩:৪০, ১১ এপ্রিল ২০২৫

সন্তানদের গৃহ শিক্ষকের সাথে স্ত্রীর পরকীয়া, তালাক দিয়ে প্রবাসী স্বামীর ২০ কেজি দুধ দিয়ে গোসল

ছবিঃ সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক প্রবাসীর স্ত্রী পরকীয়ায় আসক্ত হয়ে সন্তানদের গৃহ শিক্ষকের হাত ধরে চলে যাওয়ার ক্ষোভে তিনি স্ত্রীকে তালাক দেন। এরপর রাস্তার উপর সবার সামনে ২০ কেজি দুধ দিয়ে গোসল করলেন প্রবাসী স্বামী সিকদার মো. বদিউজ্জামান ওরফে বদু শিকদার (৫২)। ঘটনাটি ঘটে শুক্রবার বিকেলে উপজেলার চুমুরদি ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামে। প্রবাসী বদিউজ্জামান সিকদার পূর্ব সদরদী গ্রামের মৃত আব্দুল বারেক সিকদারের ছেলে।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, বদু শিকদার ১৭ বছর পূর্বে পার্শ্ববর্তী ঘারুয়া গ্রামের সুলতান ফকিরের মেয়ে সোমা আক্তারকে পারিবারিকভাবে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পরেই বদু শিকদার সাইপ্রাসে পাড়ি জমান।

বদু শিকদার জানান, বিয়ের আগেও তার স্ত্রীর প্রেমের সম্পর্ক ছিল খালাতো ভাইয়ের সাথে। কিন্তু পরিবারের কথা চিন্তা করে তিনি সেগুলো মেনে নেন। তাদের সংসারে নবম শ্রেণিতে পড়ুয়া একটি মেয়ে এবং পঞ্চম শ্রেণিতে পড়ুয়া একটি ছেলে রয়েছে। তিনি প্রবাসে থাকার সুযোগে গত পাঁচ বছর ধরে স্ত্রী সোমা ছেলে-মেয়ের গৃহশিক্ষক, পার্শ্ববর্তী বাস্তখোলা গ্রামের স্বপন আহমেদের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ছেলে-মেয়েদের রেখে তিনি স্বপন মাষ্টারের সাথে পালিয়ে যান। তিনি প্রবাসে থেকে অসহ্য যন্ত্রণা নিয়ে ছেলে-মেয়ের অনুরোধে গত মাসে বাড়ি ফিরে আসেন। এলাকায় এসে অনেক দেন-দরবার করেও স্ত্রীকে ঘরে ফেরাতে পারেননি।

জানা যায়, শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে সোমা তার স্বামী বদু সিকদারের বাড়ির সামনে দিয়ে ইজিবাইকে ভাঙ্গায় যাচ্ছিলেন। তখন ছেলে-মেয়ে ও স্বামী বদু সিকদার (যেহেতু তার বৈধ স্ত্রী এখনো ছিলেন) তাকে ইজিবাইক থেকে নামিয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু তিনি কোনভাবেই স্বামীর ঘরে ফিরতে রাজি হননি। সেখানে ছেলে-মেয়ে ও স্বামীর সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে স্থানীয়রা বাড়ির সামনে জড়ো হন। খবর পেয়ে চুমুরদী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মিলন সিকদার এসে স্ত্রী ও স্বামীর অভিভাবকদের খবর দিয়ে এনে তাৎক্ষণিক সালিশে বসে খোলা তালাকের মাধ্যমে তাদের বিবাহ বিচ্ছেদ সম্পন্ন করেন।

এরপর প্রবাসী বদু সিকদার সকলের সামনেই ২০ কেজি দুধ দিয়ে গোসল করেন।

এ বিষয়ে বদু সিকদার আরও জানান, “১৭-১৮ বছর ধরে স্ত্রীকে নিয়ে জ্বলতেছিলাম। ভেবেছিলাম ছেলেমেয়ে হয়েছে, এখন বুঝি ভালো হবে। চোরে না শুনে ধর্মের কাহিনী, সে পরকীয়ায় আসক্ত হয়ে পড়ে ছেলে-মেয়েদের গৃহশিক্ষকের সঙ্গে। একটার পর একটা তার সম্পর্ক থাকেই। এই অসহ্য যন্ত্রণা থেকে আজ মুক্তি পেয়ে দুধ দিয়ে গোসল করে পরিত্রাণ পেয়েছি। বিগত সময়ে স্ত্রীর মন জয় করতে জীবনে এমন কোন শখ নাই যা আমি পূরণ করি নাই—সবই করেছি। একমাত্র ছেলে-মেয়ের জন্য সব সহ্য করেছি, তারপরেও সে পরকীয়াই বেছে নিল।”

চুমুরদী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মিলন সিকদার বলেন, “১৭ বছরের দাম্পত্য জীবনের কয়েক বছর ধরে তারা ঝামেলায় ছিল। আজ তারা মুক্ত হয়। বদু সিকদার নিজে নিজেই দুধ দিয়ে গোসল করে।”
 

মারিয়া

×