ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

কোলের শিশুকে জিম্মি করে গৃহবধূকে গণধর্ষণ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২৩:১০, ১১ এপ্রিল ২০২৫

কোলের শিশুকে জিম্মি করে গৃহবধূকে গণধর্ষণ

ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জের সদর উপজেলার গাবতলী এলাকায় কোলের শিশুকে জিম্মি করে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের ভিডিও ধারণ করে প্রায় এক মাস ধরে দফায় দফায় ওই গৃহবধূকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয়। সর্বশেষ গত ৯ এপ্রিল পুনরায় ধর্ষণ করলে অসুস্থ হয়ে পড়ে ওই নারী। সংজ্ঞবদ্ধ ধর্ষণের ঘটনায় শুক্রবার ফতুল্লা থানায় গিয়ে মামলা দায়ের করেন। শুক্রবার রাত ১০টায় ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরীফুল ইসলামের মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বলেন, এই ঘটনায় মামলা হয়েছে এবং আসামীদের গ্রেপ্তার করার জন্য সর্বাত্মক চেষ্টা চলছে।

নির্যাতনের শিকার গৃহবধূর স্বামী, যিনি লেগুনা চালক, জানান, তারা বেশ কিছুদিন ধরে গাবতলী এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন। বিগত রমজান শুরু হওয়ার আগে তার স্ত্রী তার সন্তানকে নিয়ে ইসদাইর-গাবতলী লিংক রোড দিয়ে যাওয়ার সময় ইসদাইর বটতলা এলাকার সজিব ওরফে বদনা সজিব, গাবতলী মাজার এলাকার রাকিব ওরফে মাইন, নয়ন এবং নজরুলসহ অজ্ঞাত আরো দুইজন জোরপূর্বক ধরে নিয়ে তার শিশু সন্তানকে জিম্মি করে তার স্ত্রীকে গণধর্ষণ করে। এ সময় ধর্ষণকারীরা ধর্ষণের ভিডিও ধারণ করে।

এ সময় অপর এক নিরীহ ব্যক্তিকে ধরে এনে ব্ল্যাকমেইল করে ওই ব্যক্তির কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকা নিয়ে যায় এবং বলে, যদি এই ঘটনা কাউকে জানানো হয়, তবে ওই ব্যক্তিকে ফাঁসানোর চেষ্টা করবে। পরবর্তীতে ভিডিও ফাঁস করে দেয়ার ভয় দেখিয়ে গৃহবধূকে কয়েক দফা সংজ্ঞবদ্ধ ধর্ষণ করা হয়। সর্বশেষ ৯ এপ্রিল তাকে পুনরায় একই আসামী রাকিব মোবাইল ফোনে ডেকে নিয়ে চারজনে মিলে পুনরায় গণধর্ষণ করে। এতে সে প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে এবং গৃহবধূ তার স্বামীকে জানায়, পরে তারা ফতুল্লা থানায় গিয়ে মামলা দায়ের করেন।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো. শরীফুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনের নাম উল্লেখ করে নির্যাতনের শিকার গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে। ঘটনাটি ধর্ষণের ঘটনা, কোন গণধর্ষণ নয়।

এম.কে.

×