
ছবি: প্রতীকী
নারায়ণগঞ্জের বন্দর থানার চৌধুরীবাড়ি এলাকায় কাজ শেষে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে (১৬) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের শিকার ওই কিশোরী অনলাইন ডেলিভারিম্যান হিসেবে কাজ করছে।
এ ঘটনায় শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে ওই কিশোরীর মা বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম। মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১১টায় পুরান বন্দর চৌধুরীবাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী কিশোরীর মা সাংবাদিকদের জানান, তার মেয়ে অনলাইন ডেলিভারিম্যান হিসেবে কাজ করে। গত মঙ্গলবার (৮ এপ্রিল) কাজ শেষে বাড়ি ফেরার পথে রাত ১১.০০ টার দিকে বন্দর চৌধুরী বাড়ি এলাকার টিপু সুলতান ও সজিব হোসেনসহ অজ্ঞাতনামা আরও দুইজন মিলে নাসিম ওসমান মডেল স্কুল গেইটের সামনে থেকে আমার মেয়েকে তুলে নিয়ে যায়। পরে তারা একচালা ঘরে নিয়ে মুখ ও হাত পা বেঁধে জোরপূর্বক চারজনই ধর্ষণ করে পালিয়ে যায়।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, ভুক্তভোগীর মা এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগে একজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। অন্যরা সহযোগিতা করেছে।
এম.কে.