ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

এক্সরে রিপোর্টে ইয়াবার অস্তিত্ব ॥ তবু অস্বীকার

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস

প্রকাশিত: ২০:৫২, ১১ এপ্রিল ২০২৫

এক্সরে রিপোর্টে ইয়াবার অস্তিত্ব ॥ তবু অস্বীকার

কক্সবাজার থেকে পেটের ভেতর অভিনব কায়দায় ইয়াবার চালান বগুড়ায়  নিয়ে আসার পর শুক্রবার সকালে ডিবি পুলিশ মাদক কারবারি চক্রের ৩ জনকে গ্রেপ্তার করেছে। এরা হলো- আলম (৪৫), আপেল (৩৫) ও স্মৃতি বেগম (২৮)। বিকেল পর্যন্ত ডিবি পুলিশ গ্রেপ্তারকৃত আলমের পেট থেকে চিকিৎসকের সহায়তায় ওষুধসহ বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সাড়ে ৬শ’ পিস ইয়াবা উদ্ধার করেছে।
ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পরও আলম ইয়াবা চালান নিয়ে আসার বিষয়টি অস্বীকার করতে থাকে। পরে ডিবি পুলিশ তাকে একটি ক্লিনিকে নিয়ে এক্সরে করায়। এক্সরে রিপোর্টে তার পেটেরভেতর ছোট ছোট প্যাকেট থাকার অস্তিত্ব পাওয়া যায়। এতে সে নিজের পেটের ভেতর ইয়াবা চালানের বিষয়টি স্বীকার করে।

×