ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় মারা গেল ফরিদপুরের গিয়াস উদ্দিন

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর 

প্রকাশিত: ২০:৪৯, ১১ এপ্রিল ২০২৫

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় মারা গেল ফরিদপুরের গিয়াস উদ্দিন

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন গিয়াস উদ্দিন মিয়া (৫২) নামে ফরিদপুরের এক বাসিন্দা । নিহত গিয়াস ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মৃগী গ্রামের মৃত. হাজী শফিউল্লাহ মিয়ার পঞ্চম সন্তান। এর আগে ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকায় আততায়ীদের হাতে নিহত হন গিয়াস উদ্দিনের ছোট ভাই। এই সড়ক দুর্ঘটনায় গিয়াসের দুই ছেলেও আহত হয়েছে। তবে তারা এখন শংকামুক্ত। গিয়াস উদ্দিন ২০০৯ সাল থেকে দক্ষিণ আফ্রিকার সোয়াজিল্যান্ড অঙ্গরাজ্যের ইসোয়াতিনি শহরে ছেলেদের নিয়ে বসবাস করে আসছিলেন এবং একটি শপিং সেন্টারের ব্যবসা করতেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাংলাদেশী সময় দিবাগত রাত দেড়টার দিকে দক্ষিণ আফ্রিকার  ইসোয়াতিনিতে সড়ক দুর্ঘটনায় মারা যান ব্যবসায়ী গিয়াস। দুর্ঘটনায় তার দুই ছেলে সিয়াম মিয়া (১২) ও রায়হান মিয়া (১০) আহত হয়েছেন।

নিহত গিয়াস উদ্দিনের মেজ ভাই দাউদ মিয়া শুক্রবার বিকালে জানান, কয়েক বছর আগে স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদের পর দুই ছেলেকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় থাকতেন গিয়াস উদ্দিন। তিনি আর বিবাহ করেন নাই।  দক্ষিণ আফ্রিকা থেকে দুই ছেলেকে নিয়ে বেড়াতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন গিয়াস। এবার তার প্রস্তুতি ছিল জার্মানী যাওয়ার। সেজন্য ওই শহরের ভিসা সেন্টার থেকে ভিসার আবেদন শেষ করে নিজেই প্রাইভেটকার চালিয়ে ফিরছিলেন। এ সময় প্রাইভেটকারটি একটি মালবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় গাড়িতে থাকা তার দুই ছেলে আহত হয়। তারা এখন সুস্থ আছে বলে জানতে পেরেছি।

দাউদ মিয়া জানান, আমাদের ৭ ভাইয়ের মধ্যে দুই ভাই দক্ষিণ আফ্রিকায় মারা গেল। ২০১৯ সালের ১৫ ডিসেম্বর সবার ছোট ভাই ইউসুফ মিয়া আততায়ীদের হাতে নিহত হয়। সেও ব্যবসা করতো। এখন আরেক ভাইও মারা গেল, বড় ভাই গিয়াস উদ্দিন এর মরদেহ আনার ব্যবস্থা করা হচ্ছে।

রাজু

×