
মির্জাপুর : সন্ন্যাসী ও ভক্তরা বাড়ি বাড়ি গিয়ে ডুগনী গান পরিবেশনের মাধ্যমে মাগন নিচ্ছেন
মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে শিবপূজা ও চৈত্র সংক্রান্তি উৎসব। এই পূজাকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের পাড়া মহল্লা ও বাড়ির আঙ্গিনা শিবের গীত, কবিয়াল সন্ন্যাসীদের ডুগনী গানের তালে নৃত্য এবং ঢাকের গুরু গুরু শব্দে এখন মুখরিত। দিনে ও রাতভর সন্ন্যাসী ও ভক্তরা হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে কবিতা ও ডুগনী গান পরিবেশনের মাধ্যমে মাগন হিসেবে চাল ডাল ফল ও টাকাকড়ি ভিক্ষা করছেন। এ ছাড়া মানত হিসেবে ভক্তের বাড়িতে অতিথি হয়ে গভীর রাত পর্যন্ত সন্ন্যাসীরা চৈত্র উৎসবের আরতি নৃত্য কবিতা সঙখেলা ডুগনীগান ও শিববন্দনা করছেন।
শুক্রবার মির্জাপুর পৌরসভার ঘোষপাড়া বাইমহাটি পালপাড়া সাহাপাড়া আন্ধরা ত্রিমোহন ও কাণ্ঠারিয়া গ্রামে গিয়ে দেখা গেছে সন্ন্যাসী ও কবিয়ালরা শিবঠাকুর (কাঠের তৈরি শিব মূর্তি বা নীলপাট বা দেলঠাকুর) নিয়ে এ পাড়া থেকে অন্যপাড়া এবং একগ্রাম থেকে অন্য গ্রামে মাগন ভিক্ষা করতে ঘুরে বেড়াচ্ছেন।
উপজেলা সদরের পুষ্টকামুরী গ্রামের আয়োজক ভীম কুমার রাজবংশী জানিয়েছেন, আজ (শনিবার) পর্যন্ত শিবপূজা বা নীলপাট নিয়ে বাড়ি বাড়ি গিয়ে নেচে গেয়ে মাগন তুলবে। আগামীকাল (রবিবার) শিবপূজা ও চৈত্র উৎসব উপলক্ষে দিনভর চলবে শিব-পার্বতী বা হর-গৌরি নৃত্য।
গীতা পাঠক সুশীল ভট্টাচার্য শম্বু বলেন, সত্য যুগে বানরাজা মন্দিরে চরকপূজা বা শিবপূজা শুরু করেন। বাংলার এই পূজার সঙ্গে লোকজ সংস্কৃতি জড়িত বিধায় এই পূজা উপলক্ষে মেলা বসে। মেলা ঘিরে সকল ধর্মের মানুষ অংশগ্রহণ করে। এতে এক সম্প্রীতির সেতুবন্ধ সৃষ্টি হয় বলে তিনি জানান।