
ফেনী : তাপপ্রবাহের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিউমোনিয়া, জ্বর, সর্দি, কাশি ও ডায়রিয়াজনিত রোগ। এতে বৃদ্ধি পেয়েছে রোগী
ফেনীতে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। তাপপ্রবাহের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিউমোনিয়া, জ্বর, সর্দি, কাশি ও ডায়রিয়াজনিত রোগ। হাসপাতালগুলোতে কাক্সিক্ষত সেবা না পাওয়ার অভিযোগ রোগীর স্বজনদের। অপরদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এসব রোগীর চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের।
ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১২টি ওয়ার্ডে ৪শ’ রোগী ভর্তি রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৮৬ জন রোগী ভর্তি হয়েছে এবং জরুরি বিভাগ থেকে ৩শ রোগী চিকিৎসা নিয়েছে। হাসপাতালের শিশু ওয়ার্ডে ২৬ শয্যার বিপরীতে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে ৭৩ জন। ডায়রিয়া ওয়ার্ডে ১৭ শয্যার বিপরীতে চিকিৎসা নিচ্ছেন ৪৫ জন। হাসপাতালের মেডিসিন বিভাগের মহিলা ওয়ার্ডে ২৬ শয্যার বিপরীতে চিকিৎসা নিচ্ছেন ৬১ জন এবং পুরুষ ওয়ার্ডে একই শয্যার বিপরীতে ৫৭ রোগী চিকিৎসা নিচ্ছেন। আক্রান্তদের বেশিরভাগ শিশু ও নারী। তারা জ্বর, সর্দি, ডায়রিয়া ও নিউমোনিয়াসহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। সিট না পেয়ে অধিকাংশ রোগীকে মেঝেতে বিছানা করে চিকিৎসা নিতে দেখা গেছে। প্রচণ্ড গরমের প্রভাবে রোগীর চাপ বেড়েছে। রোগীর চাপের কারণে চাইলেও কাক্সিক্ষত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান নার্স ও ডাক্তার। হাসপাতালে রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। বিশেষ করে পুরুষ মেডিসিন ওয়ার্ড, মহিলা মেডিসিন ওয়ার্ড, ডায়রিয়া ওয়ার্ড ও লেবার ওয়ার্ডে রোগীর সংখ্যা বাড়ছে। এসব রোগীর চিকিৎসা সেবা দিতে নিয়মিত হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকসহ নার্সদের। তারপরও সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান হাসপাতালের আবাসিক চিাকৎসক ডা. রফিকুল ইসলাম।