ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

রাবি ছাত্রদলের উদ্যোগে ‘সড়ক নির্দেশক চিহ্ন’ স্থাপন

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ১৯:৩৩, ১১ এপ্রিল ২০২৫

রাবি ছাত্রদলের উদ্যোগে ‘সড়ক নির্দেশক চিহ্ন’ স্থাপন

ছবিঃ সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদলের উদ্যোগে ট্রাফিক ‘সড়ক নির্দেশক চিহ্ন’ স্থাপন করা হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট সংলগ্ন রাস্তা ও রাজশাহী নগরীর অক্ট্রয় মোড়ে রাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সরদার জহুরুলের নেতৃত্বে এ সিগনাল স্থাপন করা হয়।

এ বিষয়ে সরদার জহুরুল বলেন, ‘ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের পরামর্শে আমরা এমন উদ্যোগ নিয়েছি। খোঁজ নিয়ে জানতে পারলাম, কাজলা ও অক্ট্রয় মোড়ে প্রায়ই দুর্ঘটনা হচ্ছে কিন্তু সেখানে কোনো ট্রাফিক নির্দেশনা চিহ্ন নেই। মানবতার সেবায়, দেশের কল্যাণে ও মানুষের কল্যাণে ছাত্রদল কাজ করছে।’

বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। রাজশাহীর এনামুল হক নামের একজন বলেন, ছাত্রদলের এ কাজটি একটি মহৎ উদ্যোগ। রাজনীতির সাথে জনহিতকর কাজ—এটি একটি প্রশংসনীয় উদ্যোগ বলে মনে করি। আজ কাজলায় ও অক্ট্রয় মোড়ে ছাত্রদল যে ফলকটা স্থাপন করলো, এতে অনেকেই দুর্ঘটনা থেকে মুক্তি পাবে। এই প্রশংসনীয় উদ্যোগের অগ্রনায়ক, সরদার জহুরুল।

এসময় রাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও শহীদ জিয়াউর রহমান হলের সভাপতি সরদার জহুরুল, রাবি ছাত্রদলের কর্মী ও রাজশাহী নগরীর প্রায় ২০ জন উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

মারিয়া

×