
ছবি: দৈনিক জনকণ্ঠ
অচিরেই এক গজবে পৃথিবীর মানচিত্র থেকে ইসরাইল মুছে যাবে উল্লেখ করে নীলফামারীতে শিক্ষার্থী জমায়েতে বক্তারা বলেছেন, এজন্য ফিলিস্তিনের উপর শেষ আক্রমণ করেছে তারা। জমায়েতে ইসরাইলকে দমনে বিশ্বনেতাদের এগিয়ে আসার পাশাপাশি ইসরাইলী পণ্য বয়কটের আহবান জানানো হয়।
আজ শুক্রবার (১১ এপ্রিল) সকাল ১০টায় জেলা শহরের চৌরঙ্গি মোড়ে ঘন্টাব্যাপী ছাত্র জমায়েতে এমন বক্তব্য রাখেন শিক্ষার্থীসহ ছাত্রনেতারা। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সভাপতি শফিকুল ইসলাম মাসুদের সভাপতিত্বে সভা পরিচালনা করেন শিক্ষার্থী সেলিম ইসলাম। বক্তব্য দেন ইসলামী ছাত্র শিবির জেলা শাখার সভাপতি তাজমুল হাসান সাগর, ইসলামী ছাত্র আন্দোলন জেলা শাখার সহ-সভাপতি ফয়জুর রহমান বাপ্পী, ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সভাপতি ময়নুল ইসলাম, শিক্ষার্থী নাহিন ইসলাম, শহিদুল ইসলাম প্রমুখ।
এর আগে শহরের বিভিন্ন স্থান থেকে ফিলিস্তিনের পতাকা নিয়ে শিক্ষার্থীরা যোগ দেন সমাবেশ স্থলে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জেলা শাখার সভাপতি তাজমুল হাসান সাগর বলেন, ইসরাইল একটি সন্ত্রাসী রাষ্ট্র। সারাবিশ্বে আজ ইসলামের জয়জয়কার। মুসলিমদের হত্যা করে কেউ টিকে থাকতে পারে নি ইসরাইলও পারবে না। তাদের পতন সময়ের ব্যাপার মাত্র।
তাহমিনা হক ববী/ফারুক