ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সিরাজগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন 

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

প্রকাশিত: ১৯:২৪, ১১ এপ্রিল ২০২৫

সিরাজগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন 

মনিপুরী, জামদানি, কসমেটিকস ও কুটির শিল্পের পণ্যসামগ্রী নিয়ে সিরাজগঞ্জে মাসব্যাপী এসএমই শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে শহরের বাজার স্টেশন মুক্তির সোপানে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এ মেলার উদ্বোধন করেন চেম্বারের প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু।

মেলার উদ্বোধন করে তিনি বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে সবাইকে উদ্যোগী হতে হবে। সিরাজগঞ্জের ব্যবসা-বাণিজ্যের গৌরবময় ইতিহাস রয়েছে, বিশেষ করে তাঁত শিল্পের। তিনি ইকোনমিক জোনে কর্মসংস্থানের সুযোগ তৈরির কথাও জানান।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও মেলা পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। মেলায় ৫০টি স্টলে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। রয়েছে মনিপুরী, জামদানি, কসমেটিকস ও কুটির শিল্পের পণ্যসামগ্রী।

রাজু

×