ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

পানিশূন্য ফেনীর ভূগর্ভস্থ জলাধার, গভীর সংকটে কয়েকটি উপজেলা

ওছমান হারুন মাহমুদ, ফেনী

প্রকাশিত: ১৮:৪৫, ১১ এপ্রিল ২০২৫

পানিশূন্য ফেনীর ভূগর্ভস্থ জলাধার, গভীর সংকটে কয়েকটি উপজেলা

প্রচণ্ড দাবদাহ আর অনাবৃষ্টির কারণে মাটির নিচে জলাধারে পানিশূন্য হয়ে পড়েছে ফেনীর বেশকটি উপজেলা। এসব উপজেলার নলকূপ, পুকুর-খাল,বিলসহ কোথাও নেই পর্যাপ্ত পানি। প্রচণ্ড খরতাপে চারিদিকে যেন ধুধু মরভূমি। ফলে চরম দুর্ভোগে রয়েছেন স্থানীয়রা। টানা কয়েক মাস অনাবৃষ্টির কারণ বলে জানান জনস্বাস্থ্য বিভাগ। 

জেলার ফুলগাজী উপজেলার জি এম হাট ইউনিয়নের শরিফপুর গ্রামের কাজী বাড়ীতে ১১টি পরিবারের মধ্যে পাঁচটি পরিবারের মধ্যে রয়েছে গভীর নলকূপ। এসব নলকূপের একটিতেও মিলছেনা সুপেয় পানি। তাই খাবার পানি ও রান্নাবান্নার পানি সংগ্রহে চরম ভোগান্তি পোহাতে হয় তাদের। দূর দূরান্তের জলাশয় থেকে পানি সংগ্রহ করে সেগুলো রান্না-বান্না সহ বিভিন্ন কাজে ব্যবহার করেন তারা। শুধু এই বাড়ী নয় আশপাশের অধিকাংশ বাড়ির নলকূপে মিলছেনা সুপেয় পানি। যার ফলে সুপেয় পানি, রান্না-বান্না ও দৈনন্দিন কাজে ব্যবহারের পানি নিয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের।

একই চিত্র দেখা দিয়েছে পরশুরাম, ছাগলনাইয়া সহ সদর উপজেলায় বিভিন্ন বাড়ীগুলোতে। ফলে পানি যোগাড়ে দূর দূরান্তে ছুটছেন ভুক্তভোগীরা। এতে অনেকে পুকুর অথবা ডোবার অস্বাস্থ্যকর পানি পান করে ডায়রিয়াসহ পড়ছেন স্বাস্থ্য ঝুঁকিতে। পুকুর, খাল ও জলাশয় শুকিয়ে যাওয়ায় পানির অভাবে ফসলের বীজ নিয়ে সংকটে পড়েছেন কৃষকরা।

অনাবৃষ্টির পাশাপাশি গরমের তীব্রতা বাড়ায় ভূগর্ভের স্তর নেমে যাওয়ায় গভীর নলকূপেও পাওয়া যাচ্ছে না প্রয়োজনীয় পানি। জেলার লক্ষাধীক নলকূপে এমন সমস্যা জানান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর ফেনী অফিসের নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী  মোঃ শফিউল হক পানি এই সঙ্কট কাটিয়ে উঠতে বিকল্প ব্যবস্থা চালুর দাবী স্থানীয়দের।

 

রাজু

×