ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

ফরিদপুরে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

আবিদুর রহমান নিপু, ফরিদপুর

প্রকাশিত: ১৮:২৮, ১১ এপ্রিল ২০২৫; আপডেট: ১৮:৪৭, ১১ এপ্রিল ২০২৫

ফরিদপুরে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

ফরিদপুরের কানাইপুরে একটি পুকুর থেকে সুজন মন্ডল (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মৃগী গ্রামে জেলা পরিষদের পুকুর থেকে আজ শুক্রবার দুপুরে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

 

নিহত সুজন মৃগী গ্রামের সিরিষ মন্ডলের ছেলে।

 

পরিবার সূত্রে জানা যায়, সুজন সকালে পুকুর ঘাটে বসে ব্রাশ করছিল। পরবর্তীতে তাকে না পেয়ে তার মা অনেক খোঁজাখুঁজি শুরু করে। দুপুরে প্রতিবেশী রনজিৎ মজুমদার পুকুরে গোসল করতে আসলে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পেয়ে অন্যদের সহায়তায় তা উদ্ধার করে।

কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইন ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দুই মেয়ে এবং এক ছেলের জনক সুজন মৃগী রোগে ভুগছিলেন। তিনি কানাইপুর সিনেমা হল পট্টীতে তার বাবা সিরিষ মন্ডলের সঙ্গে ভাজাপোড়ার দোকান চালাতেন।

নিপু/রবি

×