
ছবি: সংগৃহীত
শিবপুরের চাঞ্চল্যকর ১২ বছরের মাদ্রাসা পড়ুয়া মেয়ে ধর্ষণের মামলার এজাহার নামীয় পলাতক আসামি নারায়ণ চন্দ্র পাল (৫৩) র্যাব-১১ এর অভিযানে মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়।
গত ০৮ এপ্রিল ২০২৫ তারিখ নরসিংদী জেলার শিবপুর থানার সোনাইমুড়ি গ্রামে ৬০ বছরের বৃদ্ধ কর্তৃক ১২ বছরের কিশোরী'কে ধর্ষণের ঘটনা ঘটে। উক্ত ঘটনা বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে উক্ত ঘটনায় ভিকটিমের পিতা মোঃ আবুল হোসেন (৫৬) বাদী হয়ে শিবপুর থানায় একটি মামলা দায়ের করে, যার মামলা নং-১০, তারিখ-০৯/০৪/২০২৫খ্রি., ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯(১)। উক্ত ঘটনার সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে র্যাব-১১ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে উক্ত ঘটনার সাথে জড়িত ০১নং এজাহার নামীয় পলাতক আসামী নারায়ণ চন্দ্র পাল (৫৩), পিতা-সুভাষচন্দ্র পাল, সাং-সোনাইমুড়ি, পোস্ট-বাগাবো, থানা-শিবপুর, জেলা-নরসিংদী'কে কুমিল্লা জেলার বুড়িচং থানার কংশনগর পশ্চিম বাজারে অবস্থিত আসামীর মেয়ের শ্বশুর বাড়ী হতে ইং ১০/০৪/২০২৫খ্রি. তারিখ ১৫.৫০ ঘটিকার সময় র্যাব-১১, সিপিএসসি নরসিংদী ক্যাম্প ও সিপিসি-০২, কুমিল্লার আভিযানিক দল অভিযান পরিচালনা করে আসামীকে মামলা রুজু হওয়া ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনার পর হতে আসামী আত্মগোপনে ছিলো।
ফারুক