
ছবি: সংগৃহীত
রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের আড়িয়াল খাঁ নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে নদী থেকে বাঁধ বা ফিক্সড ইঞ্জিন ব্যবহার করে মাছ মারার সরঞ্জাম অপসারণ করা হয় এবং আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানের খবর পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।
বৃহস্পতিবার রাতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান রুবেল এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা বলেন, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে। উক্ত অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দিলীপ কুমার ধর ও রায়পুরা থানা-পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করেন। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মায়মুনা