ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

বাউফলের ত্রাস ফরিদ গাজী গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী।।

প্রকাশিত: ১৩:৩১, ১১ এপ্রিল ২০২৫

বাউফলের ত্রাস ফরিদ গাজী গ্রেপ্তার

আওয়ামী লীগের ছত্রছায়ায় প্রায় ১৭ বছর ত্রাসের রাজত্ব কায়েম করার পর এবার যুবদলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, লুটপাট ও ত্রাসের রাজত্ব কায়েম করতে গিয়ে ফরিদ গাজী (৩৮) নামের এক সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছেন।পুলিশ জানায়, বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।আজ শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মিজানুর রহমানের সঙ্গে তার ভাতিজা কবির খানের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। মিজানুর রহমানের অনুপস্থিতিতে কবির খান আওয়ামী লীগের সাবেক লাঠিয়াল ও ফরিদ গাজীকে সঙ্গে নিয়ে তার বাড়িতে হামলা চালায় এবং তার পরিবারের সদস্যদের মারধর করে। পরে পুকুর থেকে মাছ লুট করে নিয়ে যায়।

এ অভিযোগের প্রেক্ষিতে বাউফল ক্যাম্পের সেনা সদস্যরা ফরিদ গাজীকে বিলবিলাস থেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।স্থানীয়রা জানান, ফরিদ গাজী বিগত দিনে আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ ছিল।

সাবেক সেনা সদস্য মিজানুর রহমানের স্ত্রী দেলোয়ারা বেগম বলেন, ফরিদ গাজীর বিরুদ্ধে থানায় এজাহার দিতে গেলে ছাত্রদলের এক নেতাসহ বিএনপির কয়েকজন লোক ফরিদ গাজীর নাম বাদ দিয়ে এজাহার দিতে বলেন। আমি রাজি না হওয়ায় তারা আমার সাথে খারাপ আচরণ করেন।

গ্রেপ্তারকৃত ফরিদ গাজী দাবি করেছেন, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। নিজ দলের ভেতরের কিছু ‘ফ্যাসিবাদী দোসর’ তাকে ফাঁসিয়ে দিয়েছে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, ফরিদ গাজীকে গ্রেফতার দেখানো হয়েছে। এজাহারে থাকা অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আফরোজা

×