ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

অভয়াশ্রম ও জাটকা রক্ষা অভিযানে ৩০০ কেজি জাটকা ইলিশ জব্দ

কামাল হোসেন খান, মতলব উত্তর, চাঁদপুর

প্রকাশিত: ১২:৩২, ১১ এপ্রিল ২০২৫

অভয়াশ্রম ও জাটকা রক্ষা অভিযানে ৩০০ কেজি জাটকা ইলিশ জব্দ

ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অভয়াশ্রম ও জাটকা রক্ষা অভিযান পরিচালনা করে উপজেলার ষাটনল লঞ্চ টারমিনাল ঘাটে চাঁদপুর থেকে ছেড়ে আসা নারায়নগঞ্জগামী এমভি আলতাবী শিপিং কোম্পানি লঞ্চ থেকে ৩০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।
আজ শুক্রবার (১১ এপ্রিল) সকাল ৬টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত অভয়াশ্রম ও জাটকা রক্ষা অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, ইলিশের অভয়াশ্রম ও জাটকা রক্ষা অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকাল ৬টা থেকে সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার কালিপুর, ষাটনল কনু মার্কেট ও ষাটনল লঞ্চঘাটে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে চাঁদপুর থেকে ছেড়ে আসা নারায়নগঞ্জগামী এমভি আলতাবী শিপিং কোম্পানি লঞ্চ থেকে ৩০০  কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস, মৎস্য সম্প্রসারণ অফিসার আমিনুল ইসলাম মিয়াজী, উপ-পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম, মৎস্য অফিসার এর প্রতিনিধি মোঃ ইমাম হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস জানান, পদ্মা-মেঘনায় ১ মার্চ-৩০ এপ্রিল দুই মাস ইলিশের অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ। অভয়াশ্রমম ও ঝাটকা রক্ষা কর্মসূচি বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হচ্ছে। জাটকা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে। অভয়াশ্রম ও ঝাটকা রক্ষা কর্মসূচি বাস্তবায়নে আমরা কাজ করছি। সরকারে নির্দেশ কেউ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মায়মুনা

×