ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

বিপুকে ’বিদ্যুৎ চোর’ আখ্যা দিলেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা নাজমুল

প্রকাশিত: ১২:২৩, ১১ এপ্রিল ২০২৫; আপডেট: ১৩:০৬, ১১ এপ্রিল ২০২৫

বিপুকে ’বিদ্যুৎ চোর’ আখ্যা দিলেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা নাজমুল

ছবি : সংগৃহীত

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা নাজমুল সাবেক হাসান সাম্প্রতিক এক ফেসবুক পোস্টে শেখ হাসিনার আমলে বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে ধরেছেন। তার দাবি অনুযায়ী, একটি সিন্ডিকেট কৃত্রিমভাবে লোডশেডিং তৈরি করে বিদ্যুৎ খাতে অনিয়মের সুযোগ নিচ্ছিল। নাজমুল তার পোস্টে 'বিদ্যুৎ চোর' বলে, সাবেক জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং তার পরিবারের বিরুদ্ধে তীব্র ভাষায় অভিযোগ করেছেন, যাদের তিনি 'সর্বকালের সেরা বিদ্যুৎ চোর' হিসেবে আখ্যায়িত করেছেন।


নাজমুল তার পোস্টে উল্লেখ করেন যে,  ইউনূস সরকারের উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে বিদ্যুৎ খাতে অভূতপূর্ব উন্নতি হলেও গত সরকারের সময়ের তুলনায় এবারের রমজানে লোডশেডিং কম হওয়ায় প্রমাণিত হয় যে আগে বিদ্যুৎ চোর ও কিছু আমলার সমন্বয়ে ইচ্ছাকৃতভাবে লোডশেডিং তৈরি করা হতো। তার মতে, এই সিন্ডিকেট নিজেদের পছন্দের পাওয়ার প্লান্ট মালিকদের সাথে যোগসাজশ করে কমিশন বাণিজ্য চালাতো।

 
নাজমুল 'বিপু' কেন্দ্র করে তীব্র সমালোচনা করেন। তার দাবি, "বিপু একটা চোর, ওর বউ চোর, ভাই চোর, সন্তানেরা চোর। ওদের গত ১০ বছরের চলাফেরা দেখলে মনে হয় বিপু রাজা আর আমরা প্রজা।" তিনি আরও অভিযোগ করেন যে, বিপু তার ক্ষমতা ও টাকার জোরে রাজনীতিকে রাজপথ থেকে এসি রুমে, ফাইভ স্টার হোটেলে এবং কর্পোরেট সেক্টরে নিয়ে গেছে।

 
নাজমুল দাবি করেন, এলাকার রাজনীতি পুরোপুরি বিপু ও তার সহকারীদের নিয়ন্ত্রণে। তিনি উদাহরণ দেন যে, শাহীন চেয়ারম্যানের মতো প্রবীণ নেতাদের পাশ কাটিয়ে বিপু তার ব্যক্তিগত সহকারী এক যুবককে উপজেলা সাধারণ সম্পাদক বানিয়েছেন। নাজমুলের মতে, "বিপু তার ছেলেমেয়েদের বিলাসবহুল জীবন দিচ্ছে, আর আমরা আমাদের সন্তানদের মৌলিক চাহিদা পূরণ করতে হিমশিম খাচ্ছি।"

 
নাজমুল পোস্টে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে বলেন, "আমি দলের থাকলেও সমালোচনা করেছি, বড় বড় নেতাদের অন্যায়ের জবাব দিয়েছি।" তিনি আরও যোগ করেন, "নেত্রী জীবিত থাকতে রাজনীতি করতে চাই, নেত্রী না থাকলে রাজনীতি ছেড়ে দেব।" পোস্টের শেষে তিনি  শেখ হাসিনার একটি উক্তি স্মরণ করিয়ে দেন, "এই আওয়ামী লীগে শেখ হাসিনা ছাড়া সবাইকে কেনা যায়" - যা তিনি শতভাগ সত্য বলে মেনে নেন।

আঁখি

×