ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সন্তানকে দিয়ে টিকটক করানোয় ‘ক্রিম আপা’ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:৩৯, ১১ এপ্রিল ২০২৫; আপডেট: ১০:৪৩, ১১ এপ্রিল ২০২৫

সন্তানকে দিয়ে টিকটক করানোয় ‘ক্রিম আপা’ গ্রেপ্তার

সামজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত শারমিন শিলা ওরফে ‘ক্রিম আপা’কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকার সাভার থেকে আশুলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সন্তানদের দিয়ে টিকটক বানিয়ে ফেসবুকে দেওয়ার অভিযোগে বুধবার (৯ এপ্রিল) তার বিরুদ্ধে মামলা দায়ের করেন সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান। 

জানা যায়, টাকা আয়ের জন্য কখনো মাথার চুল ন্যাড়া করে আবার কখনো ভারী কানের দুল লাগিয়ে টিকটক বানিয়ে সেই ভিডিও ফেসবুকে দেন শারমীন শিলা। এছাড়াও গায়ের রং ফর্সা করার ক্রিম বিক্রি করায় ফেসবুকে ‘ক্রিম আপা’ বা ‘কিরিম আপা’ নামে পরিচিতি পেয়েছেন তিনি।

×