
ছবি : সংগৃহীত
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কলাবাগান কাঠপট্টি এলাকায় ইউরোপীয় স্টাইলের অনুকরণে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন কাঠের বাড়ি। সম্পূর্ণ টিনবিহীন এসব বাড়ি দেখতে ইউরোপের কোনো অভিজাত কটেজের মতো মনে হলেও এগুলো সম্পূর্ণ বাংলাদেশি কারিগরদের হাতে তৈরি। থাই গ্লাস ও উন্নত মানের কাঠ দিয়ে তৈরি এসব বাড়ির বিশেষত্ব হলো গ্রীষ্মে ঠান্ডা ও শীতকালে গরম থাকার বৈশিষ্ট্য।
স্থানীয় কারিগর জসিম উদ্দিন ইউটিউব ও ফেসবুকে ইউরোপীয় ডিজাইনের বাড়ি দেখে অনুপ্রাণিত হয়ে এমন বাড়ি তৈরির উদ্যোগ নেন। তার তৈরি বাড়িগুলোতে ক্রেতাদের পছন্দ অনুযায়ী থাই গ্লাস, এসি সুবিধা এবং কাস্টমাইজড ডিজাইন করার সুযোগ রয়েছে। প্রতিটি বাড়ি তৈরি করতে সময় লাগে মাত্র ৭ থেকে ১০ দিন।
এসব বাড়ির দাম ও আকার ভিন্ন ভিন্ন। একটি একতলা বাড়ির দাম প্রায় ৩ লক্ষ টাকা, আর ডুপ্লেক্স বাড়ির দাম পড়ে ৬ লক্ষ থেকে ১০ লক্ষ টাকার মধ্যে। বাড়িগুলোর বিশেষ সুবিধা হলো এগুলো ট্রাক বা ট্রলার দিয়ে দেশের যেকোনো প্রান্তে নিয়ে যাওয়া যায় এবং সেখানে পুনরায় সেটআপ করা যায়।
সিলেটের চা বাগান, রিসোর্ট, রেস্টুরেন্ট থেকে শুরু করে ব্যক্তিগত কটেজ হিসেবে এসব বাড়ির চাহিদা দিন দিন বাড়ছে। মুন্সিগঞ্জে ইতিমধ্যে গড়ে উঠেছে রেডিমেড বাড়ির হাট, যেখানে মাসে শতাধিক বাড়ি বিক্রি হয়। উন্নত থাই গ্লাস ও কাঠের ব্যবহারের কারণে এসব বাড়ি তাপনিরোধক এবং দীর্ঘস্থায়ী হওয়ায় ক্রেতাদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে।
গ্রামীণ স্থাপত্যের পাশাপাশি ইউরোপীয় স্টাইলের এসব বাড়ি বাংলাদেশে স্থাপত্য শিল্পে নতুন মাত্রা যোগ করেছে। ক্রেতাদের রুচি ও চাহিদা অনুযায়ী কাস্টমাইজড ডিজাইনের মাধ্যমে মুন্সিগঞ্জের কারিগররা দেশজুড়ে তাদের সৃজনশীলতার স্বাক্ষর রাখছে। এ ধারা বাংলাদেশের স্থাপত্য শিল্পকে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছে।
সূত্র:https://youtu.be/e0L7dD7xdXo?si=Lo67nrTcAYvh_AwO
আঁখি