ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

লাখো ভক্তের পদচারণায় মুখরিত গোপাল চাঁদ বারুণী স্নান

নিজস্ব সংবাদদাতা, মোরেলগঞ্জ (বাগেরহাট)

প্রকাশিত: ০০:৫৯, ১১ এপ্রিল ২০২৫

লাখো ভক্তের পদচারণায় মুখরিত গোপাল চাঁদ বারুণী স্নান

গোপাল চাঁদ বারুণী স্নান উৎসবের মেলায় আগত ভক্তরা

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার শ্রীধাম লক্ষ্মীখালী গোপাল চাঁদ সাধু ঠাকুরের ১০৩তম বারুণী স্নান নোৎসব ও মতুয়া মেলা তিন দিনব্যাপী শুরু হয়েছে। 
বুধবার রাত থেকেই সনাতন ধর্মাবলম্বীদের মতুয়া সম্প্রদায়ের হাজার হাজার নারী-পুরুষ মতুয়া ভক্তরা এ মেলায় অংশগ্রহণ করেন। মূলত বৃহস্পতিবার ভক্ত ইহজাগতিক পাপ মোচন ও পারামার্থিক কল্যাণ লাভের জন্য কামনা সাগরে পুণ্য স্নাননের মধ্যে দিয়ে মেলার মাঠ এখন লাখো ভক্তের পদচারণায় মুখরিত। নিশান, ডাঙ্গা ঢোলের বাধ্যযন্ত্রের হরিনামে মাতোয়ারা ভক্তরা। 
এবারে বারুণী স্নান উৎসবে বাংলাদেশ মতুয়া মহাসংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন বলে শ্রীধাম লক্ষ্মীখালীর গদীনশিন সেবাইত সাগর সাধু ঠাকুর জানিয়েছেন।
এ সম্পর্কে মোরেলগঞ্জ থানা ওসি রাজিব আল রশিদ বলেন, গোপালচাঁদ মেলায় সমবেত ভক্ত দর্শনার্থীদের নিরাপত্তার জন্য জেলা পুলিশ সুপারের নির্দেশনায় বাগেরহাট থেকে লক্ষ্মীখালী পর্যন্ত ৪/৫টি স্পটে মোবাইল টিম কাজ করছেন।   
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ বলেন, এ অঞ্চলে ঐতিহ্য লক্ষ্মীখালীর গোপাল চাঁদ  স্নান উৎসবকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে আগত ভক্তদের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

×