ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

কমলগঞ্জে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে ৩১ পরীক্ষার্থী অনুপস্থিত

নিজস্ব সংবাদদাতা, কমলগঞ্জ

প্রকাশিত: ২৩:১৪, ১০ এপ্রিল ২০২৫

কমলগঞ্জে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে ৩১ পরীক্ষার্থী অনুপস্থিত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট(এসএসসি) ও সমমানের পরীক্ষায় প্রথম দিনে অনুষ্ঠিত বাংলা পরীক্ষায় ৩১ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে দুপুর ১ টায় পর্যন্ত উপজেলার সাব সেন্টারসহ ১০টি পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে, পরীক্ষার প্রথম দিনই কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ৩১জন পরীক্ষার্থী।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চলতি এস.এস.সি পরীক্ষায় মাদ্রাসা ও ভোকেশনাল মিলে ২ হাজার ৭শ ৭৯জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিনে ৩১জন অনুপস্থিত ছিলেন।

খোঁজ নিয়ে জানাযায়, উপজেলার মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও কমলগঞ্জ বহুমূখী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৭৬৪ জনের মধ্যে অনুপস্থিত ছিলেন ১৩ জন, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ৫২৯ জনের মধ্যে অনুপস্থিত ০৩, কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে ৫৭৯ জনের মধ্যে অনুপস্থিত ০৮, এ এ টিএম উচ্চ বিদ্যালয়ে ৫২৬ জনের মধ্যে ০২ ও সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসায় ৩৪০ জনের মধ্যে ০৫ অনুপস্থিত ছিল। কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্তকর্তা সামসুন নাহার পারভীন বিষয়টি নিশ্চিত করেছেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে জানান,কমলগঞ্জের পরীক্ষা কেন্দ্র গুলোতে অত্যান্ত শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

রাজু

×