ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

লক্ষ্মীপুরে ছাদ থেকে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর

প্রকাশিত: ২২:৫৩, ১০ এপ্রিল ২০২৫

লক্ষ্মীপুরে ছাদ থেকে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

ছবি সংগৃহীত

লক্ষ্মীপুরে নিউ মার্কেটের ছাদ থেকে পড়ে সিরাজুল ইসলাম (২০) নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৯ এপ্রিল) বিকেলে জেলা শহরের উত্তর তেমুহনী এলাকার বহুতল নিউ মার্কেটের ছাদে বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডার সময় দুর্ঘটনাটি ঘটে।

নিহত সিরাজ সদর উপজেলার লিল্লাহ মসজিদ এলাকার বাসিন্দা ট্রাক চালক ফারুক হোসেনের ছেলে। সে দালাল বাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজ তার তিন বন্ধু মোবারক, আল-আমিন ও ফারুককে নিয়ে নিউ মার্কেটের ছাদে যায়। সেখানে তারা গাঁজা সেবন করছিল বলে অভিযোগ উঠেছে। এ সময় অসাবধানতাবশত সিরাজ ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তরের সময় পথেই তার মৃত্যু হয়।

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সিরাজের এক সঙ্গী মোবারককে আটক করে মারধর করে এবং মার্কেটের ভেতরে আটকে রাখে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। মোবারক রায়পুর উপজেলার চরলক্ষ্মী গ্রামের রিয়াজ হোসেনের ছেলে।

সিরাজের পরিবার জানায়, সে প্রায়ই বন্ধুদের সঙ্গে নিউ মার্কেটের ছাদে আড্ডা দিত। বুধবারও সে দুপুরে বাসা থেকে বের হয়ে ছাদে যায় এবং বিকেলে দুর্ঘটনার শিকার হয়।

লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরূপ পাল।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, “ঘটনার সময় তারা ছাদে বসে গাঁজা সেবন করছিল। এ সময় সিরাজ নিচে পড়ে যান। তার মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আশিক

×