ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

রংতুলিতে ব্যস্ত চারুশিল্পীরা

চট্টগ্রামের ডিসি হিল ও সিআরবিতে বর্ষবরণ প্রস্তুতি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস

প্রকাশিত: ২২:৩৩, ১০ এপ্রিল ২০২৫

চট্টগ্রামের ডিসি হিল ও সিআরবিতে বর্ষবরণ প্রস্তুতি

রংতুলিতে ব্যস্ত চারুশিল্পীরা

চট্টগ্রামে বাঙালির বর্ষবরণ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শেষ পর্যায়ে। উদ্যাপনকারী সংস্থা ও প্রতিষ্ঠানগুলো আনন্দে মেতে ওঠার অপেক্ষায়। অবশেষে অনিশ্চয়তা কাটিয়ে ডিসি হিলে বরণ অনুষ্ঠানের অনুমতি মিলেছে। তবে আকর্ষণীয় এই স্থানে কর্মসূচি হবে সীমিত পরিসরে। কিন্তু সিআরবিতে চলবে দুই দিনব্যাপী বর্ষবরণ আয়োজন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট শিক্ষার্থীরা এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন রংতুলির কাজে। 
চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ডিসি হিলে সীমিত পরিসরে বর্ষবরণ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। প্রতিবার এখানে জমকালো আয়োজন হয়ে আসলেও এবার পরিস্থিতি বিবেচনায় সংক্ষিপ্ত করতে হয়েছে। এক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকি তৈরির আশঙ্কাটিই দেখা হয়েছে। কিন্তু দিকে দিকে যেভাবে বর্ষবরণ অনুষ্ঠান হবে তাতে করে আনন্দের কোনো কমতি থাকবে না। 
ডিসি হিলের আয়োজনের মধ্যে থাকবে মঞ্চে দেশাত্মবোধক গান, নৃত্য, আবৃত্তিসহ নানা পরিবেশনা। সেখানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ও চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম। মোট ৫১টি সাংস্কৃতিক সংগঠন অংশ নেবে দিনব্যাপী আয়োজনে। প্রতিটি সংগঠনের জন্য সময় বরাদ্দ থাকবে ৮ মিনিট করে। প্রসঙ্গত, সম্মিলিত পহেলা বৈশাখ উদ্যাপন পরিষদ, চট্টগ্রাম চার যুগ ধরে ডিসি হিলে বর্ষবরণ উৎসব পালন করে আসছে। 
চট্টগ্রাম মহানগরীর আরেক দৃষ্টিনন্দন স্থান সিআরবি। এখানে উৎসব হবে দুদিন। খোলামেলা পরিসর এবং প্রবেশ ও নিমর্গমন পথ বেশি হওয়ায় সেখানে প্রচুর মানুষের সমাগম ঘটে। এবারও উৎসব জমকালো করতে সার্বিক প্রস্তুতি নিয়েছে সিআরবি নববর্ষ উদ্যাপন পরিষদ। প্রতিবারের মতো অন্য সব আয়োজন থাকলেও এবার থাকছে না সাহাব উদ্দিনের বলীখেলা। এখানে ৬০টির বেশি সাংস্কৃতিক সংগঠন অংশ নেবে।  অনুষ্ঠান শুরু হবে সকাল ৭টা থেকে, যা চলবে সন্ধ্যা পর্যন্ত। আয়োজনের দ্বিতীয় দিনেও এই সময়সূচি থাকছে। 
এদিকে, বর্ষবরণ উৎসবকে রাঙিয়ে তুলতে ব্যস্ত সময় কাটাচ্ছেন চারু ও কারুশিল্পীরা। চট্টগ্রাম বিশ^বিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দিনরাত কাজ করছেন নানা ধরনের ছবি, প্রতিকৃতিসহ নানা রকমের শিল্পকর্ম নিয়ে। দিন যতই ঘনিয়ে আসছে তাতই তাদের কাজের চাপ বাড়ছে। বৃহস্পতিবারও চারুকলায় গিয়ে দেখা যায় শিক্ষার্থীরা রংতুলির আঁচড়ে সৌন্দর্য ফুটিয়ে তোলার কাজে নিমগ্ন।

×