ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

কমলনগরে বিএনপি’র দুই নেতাকে শোকজ

মো. ফয়েজ, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৩, ১০ এপ্রিল ২০২৫

কমলনগরে বিএনপি’র দুই নেতাকে শোকজ

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা বিএনপির সদস্য আবদুর রাজ্জাক ও উপজেলা যুবদলের সদস্য মো. হেলাল উদ্দিনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ করা হয়েছে। বুধবার জেলা বিএনপির সদস্য সচিবের স্বাক্ষরিত এক চিঠিতে আবদুর রাজ্জাককে শোকজ করা হয়। এর আগে গত মঙ্গলবার জেলা যুবদলের সদস্য ও দপ্তরের দায়িত্ব প্রাপ্ত শামচুল আহসান মামুনের স্বাক্ষরিত এক চিঠিতে হেলাল উদ্দিনকে শোকজ করা হয়। ওই চিঠিতে হেলালকে তিন দিন এবং রাজ্জাকে এক সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

জানা যায়, ৫ আগস্টের পরে উপজেলা বিএনপির সদস্য ও পাটারিরহাট বিএনপির আহবায়ক আবদুর রাজ্জাক এবং উপজেলা যুবদলের সদস্য ও সাহেবেরহাট ইউনিয়নেনর ইউপি সদস্য  মো.হেলাল উদ্দিন  দলীয় শৃঙ্খলা বহির্ভূত বিভিন্ন অনিয়মে জড়িত হন। সম্প্রতি হেলাল ও আবদুর রাজ্জাক সরকারের নিষেধাজ্ঞা মুহূর্তে মেঘনা নদীতে জেলেদের মাছ ধরতে বাধ্য করছেন। এ ছাড়া হেলাল মেম্বার সাহেবেরহাট ইউনিয়নে জেলেদের চাল বিতরণের তালিকা তৈরিতে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। এ সব বিষয়ে জনকন্ঠসহ বিভিন্ন জাতীয় দৈনিক, অনলাইন ও টিভিতে একাধিক নিউজ প্রকাশিত হয়। নিউজগুলো জেলা নেতৃবৃন্দের নজরে আসায় তাদের কেন বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না এ মর্মে কারণ দর্শানোর জন্য চিঠি দেওয়া হয়েছে। কারণ দর্শানোর চিঠিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে সাধারণ মানুষ ও দলীয় নেতা কর্মীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। 

এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু'র মুঠোফোনে একাধিক বার কল করে কথা বলার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

 

রাজু

×