ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

কালকিনিতে আটককৃত স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দুই মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

মো. জাফরুল হাসান, কালকিনি

প্রকাশিত: ২১:৫৪, ১০ এপ্রিল ২০২৫; আপডেট: ২১:৫৪, ১০ এপ্রিল ২০২৫

কালকিনিতে আটককৃত স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দুই মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

মাদারীপুরের কালকিনিতে পুলিশের কাছ থেকে আটককৃত উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দুই মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাদের সহযোগীদের বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাতকড়াসহই দুইজনকে ছিনিয়ে নেওয়া হয়।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ৮টার দিকে কালকিনি থানা ভবনসংলগ্ন মাছবাজার এলাকায় এই ঘটনাটি ঘটে।

আটক হওয়া ব্যক্তিরা হলেন—কালকিনি পৌর এলাকার ঠেঙ্গামারা গ্রামের সিরাজ খানের ছেলে এবং উপজেলার ছাত্রলীগ সভাপতি মো. বাকামিন খানের বড় ভাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. রাসেদ খান ও একই গ্রামের মো. মোস্তফা সরদারের ছেলে মো. আল আমিন সরদার।

কালকিনি থানার এএসআই মো. সোহেল রানা বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবুল বাশার স্যারের নেতৃত্বে আমরা থানা সংলগ্ন মাছবাজার এলাকায় অভিযান চালিয়ে মো. রাসেদ খান ও মো. আল আমিন সরদারকে আটক করি। কিন্তু পরে তাদের সহযোগীরা আমাদের কাছ থেকে দুইজনকে ছিনিয়ে নেয়। এমনকি আমাদের ওপর হামলারও চেষ্টা চালায়। পরিস্থিতি বেগতিক দেখে আমরা থানায় ফিরে আসি।”

ঘটনার পর থানা ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নুসরাত

×