
ছবিঃ সংগৃহীত
ময়মনসিংহের গৌরীপুরে পৌর এলাকার পাটবাজার মোড়ে মোবাইল ব্যবসায়ী মম টেলিকমের স্বত্বাধিকারী সুকান্ত দাস (৪৮) কে কলাবাগান নিজ বাসার সামনে বুধবার রাতে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
সুকান্ত দাস সাংবাদিকদের জানান, তিনি রাত সাড়ে ১১টার দিকে রিকশাযোগে বাসায় ফিরছিলেন। কলাবাগান নিজ বাসার সামনে যেতেই আগে থেকে উৎপেতে থাকা ছিনতাইকারীরা রিকশায় থাকাবস্থাতেই এলোপাতাড়ি কুপাতে শুরু করে এবং সঙ্গে থাকা টাকার ব্যাগ ও একটি কার্টুনে থাকা মোবাইল ফোন সেটগুলো নেওয়ার চেষ্টা করে। তিনি এগুলো আঁকড়ে ধরে রাখায় ও লোকজন চলে আসায় তারা তা নিতে পারেনি।
গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ফুয়াদ জানান, সুকান্তের মাথা, ঘাড়, হাত ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়েছে। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গৌরীপুর থানার ওসি মির্জা মাযহারুল আনোয়ার জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি, তবে পুলিশ দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা করছে।
মারিয়া