ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ২০:০২, ১০ এপ্রিল ২০২৫

ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে মানববন্ধন

নগরীর ১০ নম্বর ওয়ার্ডের ভাটার খালের ব্যবসায়ি আব্দুল রহিম তালুকদারের প্রতিষ্ঠান ‘হাওয়া মটরস’ এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসময় হামলাকারীরা ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে ব্যাপক লুটপাট করেছে।

এ ঘটনার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন করেছে জেলা মোটর সাইকেল পার্টস বিজনেস এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা। 

ভাটারখাল বান্দ রোডে কর্মসূচি চলাকালীন ভুক্তভোগী ব্যবসায়ী রহিম তালুকদার বলেন, সন্ত্রাসী হামলার ঘটনায় কোতয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


এজাহারে জানা গেছে, গত ২৯ মার্চ ভুক্তভোগী ব্যবসায়ী রহিম তালুকদারের বাসায় চুরি সংঘঠিত হয়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে স্থানীয়রা ওই এলাকার সালাম হাওলাদারকে জিজ্ঞাসাবাদের পর সে চুরির কথা শিকার করে। পরবর্তীতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। 

ওই ঘটনার জেরধরে গত ৮ এপ্রিল সন্ধ্যায় ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মামুনের নেতৃত্বে তার ১৫/২০ জন সহযোগিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রহিম তালুকদারের ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও মালামাল লুট করেন। হামলায় দোকানের দুইজন কর্মচারী আহত হন।

জেলা মোটর সাইকেল পার্টস বিজনেস এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম জুয়েল তার বক্তব্যে বলেন, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট কারোই কাম্য নয়। এ ঘটনায় দায়ীদের অবিলম্বে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। 

কোতোয়ালি মডেল থানায় ওসি মো. মিজানুর রহমান বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য ইতোমধ্যে পুলিশ অভিযান শুরু করেছে। 

রাজু

×