ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

বাগেরহাটে বাল্যবিয়েতে রাজি না হয়ে কিশোরী অথৈর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট।।

প্রকাশিত: ২০:০০, ১০ এপ্রিল ২০২৫

বাগেরহাটে বাল্যবিয়েতে রাজি না হয়ে কিশোরী অথৈর আত্মহত্যা

ছবি: সংগৃহীত।

বাল্যবিয়েতে রাজি না হওয়ায় অভিমানে আত্মহত্যা করেছে অথৈ (১৬) নামে এক কিশোরী। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার দক্ষিণ গাড়ফা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

জানা গেছে, পরিবারের চরম আর্থিক সংকটের কারণে অথৈর বয়স ১৮ পূর্ণ হওয়ার আগেই তার বিয়ের আয়োজন করা হয়। আগামী ৪ মে ২০২৫ তারিখে বিয়ে হওয়ার কথা ছিল। তবে এ নিয়ে মায়ের সঙ্গে তার মতবিরোধ হয়। মা দারিদ্র্যের কথা তুলে ধরলে অভিমানে অথৈ সবার অজান্তে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

অথৈর পিতার নাম প্রদীপ। স্থানীয়রা জানান, পরিবারটি দীর্ঘদিন ধরেই আর্থিক সংকটে ছিল। মেয়ের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন থাকায় তারা বিয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু অথৈ কিশোরী বয়সে বিয়ে করতে রাজি ছিলেন না। সেই অভিমান থেকেই হয়তো আত্মহননের পথ বেছে নেয় সে।

ঘটনার পর পুরো পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শেষে কিশোরীর মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠিয়েছে।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, "অথৈর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আত্মহত্যার পেছনে প্রকৃত কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

স্থানীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ মফিজুর রহমান বলেন, “এই আত্মহত্যা অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনা আবারও প্রমাণ করে, শুধু আইন করে কিশোর-কিশোরীদের বাল্যবিয়ে ঠেকানো সম্ভব নয়। প্রয়োজন আর্থিক সহায়তা, সচেতনতা এবং সর্বস্তরে সামাজিক নিরাপত্তা।”

নুসরাত

×