ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

লক্ষ্মীপুরে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে নিহত বৃদ্ধ, মামলা দায়ের

মো. ফয়েজ, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৯, ১০ এপ্রিল ২০২৫

লক্ষ্মীপুরে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে নিহত বৃদ্ধ, মামলা দায়ের

লক্ষ্মীপুরের কমলনগরে পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নুরুল আমিন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। বুধবার রাতে নিহতের ছেলে বজলুর রহমান ভুলু বাদী হয়ে কমলনগর থানায় এ মামলা দায়ের করেন।

মামলায় মোট ১৩ জনকে আসামি করা হয়েছে। যাদের মধ্যে নাম প্রকাশ করা হয়েছে তারা হলেন—তোরাবগঞ্জ ইউনিয়নের রুহুল আমিনের ছেলে কামাল হোসেন, জামাল উদ্দিন, মো. মাসুদ ও আলমগীর হোসেন। বাকি আট আসামির নাম তদন্তের স্বার্থে প্রকাশ করেনি পুলিশ।

ঘটনার পেছনের কারণ:
উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ভাইস চেয়ারম্যান সড়ক এলাকায় নিহত নুরুল আমিনের ছেলে মামুন স্থানীয় চৌধুরী দোকানের কাছে ১৯৭ টাকা পাওনা ছিলেন। এ নিয়ে গত রোববার (৬ এপ্রিল) দোকানদারের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মামুন ক্যাশবাক্সে থাপ্পড় দেন। ঘটনার পর রুহুল আমিনের ছেলে আলমগীর, মাসুদ ও জামাল দোকানদারের পক্ষে থেকে মামুনকে হুমকি দেন।

সংঘর্ষের ঘটনা:
পরদিন সোমবার রাতে মামুন, তার ভাই বজলুর রহমান ভুলু ও ফিরোজ চা খাওয়ার নাম করে পুনরায় দোকানে যান। সেখানে আগের ঘটনার জের ধরে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয় এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে দৃষ্টি প্রতিবন্ধী নুরুল আমিন ঘটনাস্থলে গিয়ে তার ছেলেদের ছাড়াতে চেষ্টা করেন। তখন তিনি ধাক্কা খেয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

এলাকাবাসী তাকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজু

×