
ছবি: জনকণ্ঠ
শিবালয় উপজেলা শাখার আংশিক পুনর্গঠিত কমিটি গঠন করা হয়েছে। এতে উপজেলার উলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিসকে সভাপতি এবং আলমগীর হোসেন বাদলকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কৃষকদল মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া সাইদ এবং সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল এবং সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা।
নতুন এ কমিটিকে স্বাগত জানিয়ে আজ বৃহস্পতিবার বিকেলে আরিচা ঘাটে একটি আনন্দ মিছিল করা হয়। এতে দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
শহীদ