ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

চা বাগান থেকে উদ্ধার অজগর সাপ, লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত

নিজস্ব সংবাদদাতা, কমলগঞ্জ

প্রকাশিত: ১৯:২৭, ১০ এপ্রিল ২০২৫

চা বাগান থেকে উদ্ধার অজগর সাপ, লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে অজগর সাপটি অবমুক্ত করেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. কাজী নাজমুল হক।

বিষয়টি নিশ্চিত করে রেঞ্জ কর্মকর্তা মো. কাজী নাজমুল হক বলেন, গত ৩০ মার্চ বিকেলে শ্রীমঙ্গলের জাকছড়া চা বাগান থেকে আহত অবস্থায় প্রায় ১৫ ফুট দীর্ঘ অজগর সাপটি উদ্ধার করা হয়। পরে সাপটিকে জানকিছড়ার রেসকিউ সেন্টারে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা ও খাদ্য প্রদান করা হয়। অজগর সাপটি সম্পূর্ণ সুস্থ হওয়ায় আজ লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হলো।

এ সময় বন বিভাগের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

নুসরাত

আরো পড়ুন  

×