ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

নওগাঁয় জমি নিয়ে রক্তাক্ত সংঘর্ষ, নিহত ২

রিজভী আহম্মেদ রিজোয়ান, নওগাঁ

প্রকাশিত: ১৯:২৫, ১০ এপ্রিল ২০২৫

নওগাঁয় জমি নিয়ে রক্তাক্ত সংঘর্ষ, নিহত ২

ছবি সংগৃহীত

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এবং অন্তত ১১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চন্দননগর ইউনিয়নের বুধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন-একই গ্রামের ওসির আলীর ছেলে শরিফুল ইসলাম (৫৫) এবং মৃত আফসার আলীর ছেলে আজিজুল হক (৫৫)। এদের মধ্যে শরিফুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান এবং আজিজুল হক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম ও লালচান নামের দুই ব্যক্তির পাশাপাশি জমি রয়েছে। জমির সীমানা ঘেঁষে গাছ লাগানো নিয়ে পুরনো বিরোধ থেকেই উত্তেজনার সূত্রপাত। সাইফুলের পিতা তাদের অংশে গাছ লাগালেও জমি মাপজোখ করে দেখা যায় গাছটি লালচানের জমিতে পড়েছে। এরপর উভয় পক্ষের সম্মতিতে সাইফুল ইসলাম বুধবার (৯ এপ্রিল) দুটি মেহগনি গাছ কেটে নেন।

পরদিন সকালে লালচান সাইফুলকে জমির অংশে বেড়া দিতে বললে তিনি অন্য কাজে ব্যস্ত থাকার কথা জানান। এতে ক্ষিপ্ত হয়ে লালচান, কাশেম হাজীসহ প্রায় ২০-২২ জন মিলে সাইফুলের ওপর হামলা চালান। তাকে রক্ষা করতে গেলে শরিফুলসহ অন্যদের ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত চালানো হয়। এতে ঘটনাস্থলেই শরিফুল মারা যান।

আহতদের দ্রুত উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাজশাহীতেই মারা যান আজিজুল হক।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং একজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।”

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।

আশিক

আরো পড়ুন  

×