ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

রাজশাহীতে ভিডিও দেখে ধরা! বিপদে ছাত্রলীগ-যুবলীগের সাবেক স্থানীয় নেতারা

স্টাফ রিপোর্টার, রাজশাহী 

প্রকাশিত: ১৭:০৭, ১০ এপ্রিল ২০২৫

রাজশাহীতে ভিডিও দেখে ধরা! বিপদে ছাত্রলীগ-যুবলীগের সাবেক স্থানীয় নেতারা

ছবি: জনকণ্ঠ

রাজশাহী নগরীর রাজপাড়া ও বোয়ালিয়া থানা এলাকায় গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার এক এজাহারভুক্ত আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলেন—নাইমুল ইসলাম নাইম (৩০), তানভির হাসান সজিব (৩২) ও এসএনকে আরকান উদ্দিন বাপ্পি (৪৯)। এদের মধ্যে নাইম রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার রাজারহাতা গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। তিনি রাজশাহী সিটি কলেজ ও রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। আওয়ামী লীগ কর্মী তানভির হাসান একই এলাকার মৃত আবুল খায়েরের ছেলে এবং আরকান উদ্দিন বাপ্পি কুমারপাড়ার মৃত আনসার উদ্দিন আনফোরের ছেলে। তিনি রাজশাহী মহানগর যুবলীগের সাবেক গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক।

বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দিবাগত রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। ভিডিও ফুটেজ এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের ছবি বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়। বৃহস্পতিবার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

শহীদ

×