ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

স্বপ্ন পূরণের আগেই মৃত্যু! প্রবাসীর স্ত্রীর আহাজারি ভাইরাল

মো. জাফরুল হাসান, কালকিনি

প্রকাশিত: ১৬:০৪, ১০ এপ্রিল ২০২৫

স্বপ্ন পূরণের আগেই মৃত্যু! প্রবাসীর স্ত্রীর আহাজারি ভাইরাল

ছবি: জনকণ্ঠ

স্বপ্ন ছিল প্রবাসে পরিশ্রমের আয়ে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনা। সবার মুখে ফোটাতে চেয়েছিলেন হাসি। সেই স্বপ্ন নিয়েই ২০০৯ সালে মালয়েশিয়ায় পাড়ি জমান মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর এলাকার ৪২ বছর বয়সী যুবক মো. শাহ আলম খন্দকার। তার পরিবারে রয়েছেন মা, ভাই, বোন, স্ত্রী ও এক সন্তান। প্রায় ১৬ বছর বিদেশে কাটিয়েছেন তিনি। অবশেষে পরিবারের কাছে খবর আসে, প্রবাসের মাটিতে স্ট্রোক করে মারা গেছেন শাহ আলম। এতে শোকের ছায়া নেমে আসে পরিবারজুড়ে।

বৃহস্পতিবার সকালে নিহতের পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন শাহ আলমের মা ও পরিবারের সদস্যরা।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানায়, ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম পূয়ালী গ্রামের মো. মোয়াজ্জেম খন্দকারের ছেলে মো. শাহ আলম খন্দকার পরিবারের মুখে হাসি ফোটাতে ২০০৯ সালে মালয়েশিয়ায় যান। কিন্তু হঠাৎ গত মঙ্গলবার দিবাগত রাতে স্ট্রোক করেন এবং মারা যান তিনি। মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েছে পরিবার। শোকে প্রায়ই জ্ঞান হারাচ্ছেন মা। একমাত্র ছেলের মৃত্যুতে স্তব্ধ হয়ে গেছেন স্ত্রী।

নিহতের স্ত্রী মনি বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “মালয়েশিয়ায় গিয়ে উপার্জন করে পরিবারের জন্য ভালো কিছু করার প্রত্যাশা ছিল তার। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই সে আমাদের সবাইকে কাঁদিয়ে চলে গেল না ফেরার দেশে। আমার একমাত্র সন্তান বাবার মুখ পর্যন্ত দেখতে পারল না। আমি এখন আমার সন্তানকে কী দিয়ে সান্ত্বনা দিব!”

নিহত শাহ আলমের বড় ভাই মো. শাহাদাৎ হোসেন খন্দকার বলেন, “আমার ভাই ২০০৯ সালে মালয়েশিয়ায় যান। কিন্তু মঙ্গলবার দিবাগত রাতে হঠাৎ স্ট্রোক করে মারা গেছেন বলে আমরা খবর পেয়েছি। আমার ভাইয়ের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে অনুরোধ করছি।”

এ বিষয়ে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফীন বলেন, “মালয়েশিয়ায় নিহত ওই যুবকের লাশ দেশে ফিরিয়ে আনতে প্রশাসনিক সকল ধরনের সহযোগিতা করা হবে।”

শহীদ

×