ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

কুষ্টিয়ায় চুরির অভিযোগ যুবককে হত্যা

নিজস্ব সংবাদদাতা,কুষ্টিয়া

প্রকাশিত: ১৫:৫৭, ১০ এপ্রিল ২০২৫

কুষ্টিয়ায় চুরির অভিযোগ যুবককে হত্যা

 

দ কুষ্টিয়ায় চুরির অভিযোগে এক যুবককে নির্যাতন ও শ^াসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গছে। হত্যার শিকার ওই যুবকের নাম ছুরমান আলী (৩৫)। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের চর থানাপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ছুরমান আলী ওই এলাকার কালাম হোসেনের ছেলে। তিনি ছিলেন রিকশাচালক। নিহত ছুরমানের স্বজনদের অভিযোগ, প্রতিবেশী একটি বাড়িতে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে ডেকে নিয়ে নির্যাতন চালিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ছুরমান আলীর সঙ্গে প্রতিবেশী চর থানাপাড়া এলাকার আবদুল হাকিমের বিরোধ চলে আসছিল। ওই প্রতিবেশীর বাড়িতে একটি চুরির ঘটনা ঘটে। এই চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০/১২ জন সন্ত্রাসী বুধবার রাতে ছুরমান আলীকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে অনেক খোজাখুঁড়ি করে তার সন্ধ্যান পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার ভোরে আবদুল হাকিমের বাড়ির শৌচাগারের পাশে গলাই গামছা প্যাচানো ছুরমানের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘ছুরমানকে চুরির অভিযোগে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তার শরীরের বিভিন্ন জায়গায় নির্যাতনের চিহ্ন রয়েছে। এই হত্যাকান্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে’।

কানন

আরো পড়ুন  

×