
ছবি: সংগৃহীত
টাকা উপার্জনের জন্য নিজের সন্তানদের ব্যবহার করে টিকটক ভিডিও তৈরি করে ফেসবুকে পোস্ট করার অভিযোগে শারমীন শিলা নামে এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান। বুধবার (৯ এপ্রিল) আশুলিয়া থানায় এ মামলা দায়ের করা হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, শারমীন শিলা একজন বিউটিশিয়ান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে 'ক্রিম আপা' নামে পরিচিত। তিনি মূলত মেকআপ ও বিভিন্ন ধরনের ক্রিম তৈরি করে বিক্রি করেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। শিলা তার সন্তানদের নিয়ে ফেসবুকসহ অন্যান্য সামাজিক মাধ্যমে নানা ধরনের ভিডিও তৈরি ও পোস্ট করেন। ৩ মার্চ বিকেল ৪টায় তার ফেসবুক আইডি থেকে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায়, তিনি তার দুই বছরের মেয়ে জিমকে জোর করে কেক জাতীয় খাবার খাওয়ানোর চেষ্টা করছেন, যদিও মেয়ে খেতে চাচ্ছিল না।
এ ঘটনায় শিলা শিশুদের প্রতি নিষ্ঠুর আচরণ এবং মানসিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগে সোশ্যাল মিডিয়াতে নিন্দার ঝড় উঠেছে। এর ফলে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মে গভীর উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে, এবং শিলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
জানা গেছে, টাকা উপার্জনের জন্য শারমীন শিলা বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করেন, কখনো মাথার চুল ন্যাড়া করে, কখনো ভারী কানের দুল পরিধান করে টিকটক ভিডিও বানিয়ে তা ফেসবুকে পোস্ট করেন। এছাড়া, তিনি গায়ের রং ফরসা করার ক্রিম বিক্রি করেন, তাই ‘ক্রিম আপা’ নামে পরিচিতি পেয়েছেন। সাভারের বাইপাইল এলাকায় তার 'ক্রিম আপা বিউটি পার্লার' নামে একটি বিউটি পার্লার রয়েছে। সেখানে তিনি ক্রিম ব্যবহার সম্পর্কে ভিডিও তৈরি করেন। তার ভিডিওগুলোতে তার মেয়ে প্রায়ই আতঙ্কিত এবং অস্বাভাবিকভাবে কাঁদতে দেখা যায়।
এ নিয়ে, গত ৬ এপ্রিল ‘একাই একশো’ নামের একটি শিশু সুরক্ষা সামাজিক আন্দোলনের পক্ষ থেকে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিজয়ী কিশোর সাদাত রহমান এবং অন্যরা ঢাকা জেলা প্রশাসকের কাছে শিলার বিরুদ্ধে স্মারকলিপি জমা দেন। জেলা প্রশাসন তিন দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
সাদাত রহমান জানান, তারা জেলা প্রশাসক এবং সাভারের উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এবং শিশুদের সুরক্ষার জন্য নীতিমালা তৈরি করার দাবিও জানান। তিনি বলেন, অনলাইনে শিশুদের দিয়ে ব্যবসা করতে হলে সরকার অনুমতি নিতে হবে, না হলে অন্য বাবা-মায়েরাও সন্তানদের দিয়ে অনলাইনে ভিউ ব্যবসা করতে উৎসাহিত হতে পারেন।
অন্যদিকে, শারমীন শিলা দাবি করেছেন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে এবং তিনি তার ১২ বছর বয়সী ছেলে ও দেড় বছর বয়সী মেয়ে দুজনকেই খুব ভালোবাসেন। তিনি স্পষ্টভাবে বলেন, সন্তানদের নির্যাতন করার কোনো প্রশ্ন নেই। তিনি ভবিষ্যতে আর এমন ভিডিও তৈরি করবেন না এবং এ বিষয়ে ফেসবুক লাইভে এসে দেশবাসীর কাছে ক্ষমাও চান।
শিহাব