
ছবি: জনকণ্ঠ
চট্টগ্রামের বাঁশখালীতে সিএনজি অটোরিকশা চুরির চেষ্টা করার সময় গ্রামবাসী ৪ চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ সময় তাদের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। তবে আটকের পর গ্রামবাসীরা চোরদের উত্তম মাধ্যমও দিয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে কালীপুর ইউনিয়নের পূর্ব পালেগ্রামের ইউসূফের বাড়ি থেকে সিএনজি অটোরিকশা নিয়ে পালানোর সময় তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার টৈইটং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জেসমিনের বাপের বাড়ি এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে শাহাদাত হোসেন (২১), ২ নম্বর ওয়ার্ড এলাকার মোজাহের মিয়া ছেলে মো. একরাম মিয়া (১৯), ৩ নম্বর ওয়ার্ড এলাকার মৃত আব্দুস শুক্কুরের ছেলে শাহাদাত হোসেন (২০) এবং টৈইটং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মো. করিম (২০)।
এ বিষয়ে বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হবে।
সায়মা ইসলাম