ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

মেয়ে জানেনা বাবা মারা গেছে!

কামরুজ্জামান বাচ্চু, নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী

প্রকাশিত: ১১:৫২, ১০ এপ্রিল ২০২৫

মেয়ে জানেনা বাবা মারা গেছে!

ছবি: সংগৃহীত

তাসফিয়া একজন এসএসসি পরীক্ষার্থী। সকাল সাড়ে ৮ টার দিকে তিনি পরীক্ষা কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। 

এসময় তার বাবা হার্টঅ্যাটাক করে অসুস্থ হয়ে পরেন। তার বাবা মাহাবুবুর রহমানকে নিয়ে ওই অবস্থায় স্বজনরা একটি গাড়িযোগে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে রওনা হন। ওই গাড়িতে বাবার সাথে তাসফিয়াও উঠেন। পথে তিনি পরীক্ষাকেন্দ্রের সামনে নেমে যান। 

আর তার বাবাকে নিয়ে আসা হয় বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে। এরপর জরুরি বিভাগের  চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

তাসফিয়া তার বাবাকে অসুস্থ  অবস্থায় দেখে পরীক্ষার  কেন্দ্রে গেলেও তিনি এখন পর্যন্ত জাননেনা তার বাবা মারা গেছে।

তাসফিয়া কালিশুরি এসএ ইনিস্টিটিউট থেকে পরীক্ষা দিচ্ছেন। ওই ইনিস্টিউটের প্রধান শিক্ষক তার বাবা। মেয়ে পরীক্ষা দিচ্ছেন এ কারণে এবছর তিনি কেন্দ্র সচিবের দায়িত্ব নেননি।

মৃত মাহাবুবুর রহমানের বাড়ি উপজেলার ভড়িপাশা গ্রামে।

মায়মুনা

আরো পড়ুন  

×