ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

কুষ্টিয়ার পোড়াদহ রেলস্টেশনে ট্রেনে বিজিবির অভিযান: ২৪ লাখ টাকার মাদক উদ্ধার

নিজস্ব সংবাদদাতা,মিরপুর,কুষ্টিয়া

প্রকাশিত: ১১:৪৭, ১০ এপ্রিল ২০২৫; আপডেট: ১১:৪৭, ১০ এপ্রিল ২০২৫

কুষ্টিয়ার পোড়াদহ রেলস্টেশনে ট্রেনে বিজিবির অভিযান: ২৪ লাখ টাকার মাদক উদ্ধার

 কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৯ এপ্রিল) বিকেলে রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে এ অভিযান চালিয়ে প্রায় ২৪ লাখ টাকার মাদক জব্দ করা হয়।

বিজিবি'র প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় , কুষ্টিয়া বিজিবি সেক্টরের ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমানের দিকনির্দেশনায় এবং সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে ৪.৫০ মিনিটে নায়েব সুবেদার নিজাম শিকদারের নেতৃত্বে বিজিবি’র ব্যাটালিয়নের বিশেষ টহল দল পোড়াদহ রেলওয়ে ষ্টেশনে রাজশাহী হতে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে এই অভিযান পরিচালনা করে ।
অভিযানের সময় ট্রেনটির একটি বগি থেকে মালিকবিহীন অবস্থায় ১ কেজি ১৯০ গ্রাম ভারতীয় হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২৩ লাখ ৮০ হাজার টাকা। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।

উদ্ধারকৃত মাদকদ্রব্য পোড়াদহ রেলওয়ে স্টেশন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুব মুর্শেদ রহমান।
 

কানন

×